মোটু-পাতলুর কামাল! হুড়হুড়িয়ে বিক্রি হল শেয়ার
এই সপ্তাহেই শেয়ার বাজারে (Share Market) আইপিওর ছড়াছড়ি। দালাল স্ট্রিটে পা রাখছে পাঁচটি নতুন সংস্থা।
মুম্বই: প্রথম দিন আইপিও আসতেই হুড়োহুড়ি শেয়ার বাজারে (Share Market)। কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেল রাকেশ ঝুনঝুনওয়ালার সংযুক্ত নজ়ারা টেকনলজিকসের শেয়ার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, প্রথম দিন আইপিও কিনেছেন মূলত খুচরো লগ্নিকারীরা। নজারা টেকনলজিকস দেশের প্রথম গেমিং কোম্পানি যা শেয়ার বাজারে আইপিও নিয়ে এসেছিল।
নজারা টেকনলজিকস মূলত মোবাইল গেমস তৈরি করে। এ ছাড়া বিভিন্ন কার্টুন তৈরি করে এই সংস্থা। ‘মোটু-পাতলু’, ‘অগি অ্যান্ড দ্য ককরচেস’-এর মতো একাধিক কার্টুনগুলির পিছনে হাত রয়েছে নজারার। প্রথম গেমিং সংস্থা হিসেবে শেয়ার বাজারে আসার পর নজারার প্রাথমিক ফল নিয়ে আশাবাদী ব্রোকারেজ সংস্থাগুলির একাংশও। তাদের মতে, পরবর্তী ২-৩ বছরে ভাল ফল করবে এই সংস্থা।
প্রসঙ্গত, এই সপ্তাহেই শেয়ার বাজারে (Share Market) আইপিওর ছড়াছড়ি। দালাল স্ট্রিটে পা রাখছে পাঁচটি নতুন সংস্থা। কয়েক দিনের ব্যবধানে আইপিও নিয়ে আসছে পাঁচ সংস্থা, যার ফলে দালাল স্ট্রিটে আসতে পারে ৩ হাজার ৭৬৪ কোটি টাকা। সোমবারই আইপিও নিয়ে এসেছে লক্ষ্মী অরগানিকস ও ক্র্যাফ্টসম্যান অটোমেশন লিমিটেড। মঙ্গলবার আইপিও এনেছে কল্যাণ জুয়েলার্স। বুধবার আইপিও আনল সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও নজারা টেকনলজিকস।
আরও পড়ুন: ১৩ দিন পরেই রূপ বদলে যাচ্ছে আয়কর দাখিল পদ্ধতির, কী কী সংশোধন আসছে?