Netflix-র অ্যাকাউন্ট শেয়ার করে দেখেন? তবে Chill-এ পড়বে ইতি, বড় ঘোষণা সংস্থার

Netflix Account Sharing: নেটফ্লিক্সের পরিষেবা শুরু হওয়ার কিছু সময় পরেই 'শেয়ার অ্যাকাউন্ট'-র পরিষেবা আনা হয়েছিল, যেখানে সাবস্ক্রাইবার অন্যান্য ব্যক্তিদের সঙ্গে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভাগ করে নিতে পারতেন। এতে একজনকেই সাবস্ক্রিপশনের খরচ দিতে হলেও, অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেন একাধিক ব্যক্তি। 

Netflix-র অ্যাকাউন্ট শেয়ার করে দেখেন? তবে Chill-এ পড়বে ইতি, বড় ঘোষণা সংস্থার
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2023 | 9:00 AM

সান ফ্রান্সিসকো: অন্য কারোর অ্যাকাউন্ট থেকে নেটফ্লিক্স(Netflix) দেখছেন? তাহলে আপনার ‘নেটফ্লিক্স অ্যান্ড চিল’-এ ছেদ পড়তে চলেছে এবার। কারণ পাসওয়ার্ড ভাগাভাগি (Password Sharing) নিয়ে আরও কড়া হল সংস্থা। মঙ্গলবার নেটফ্লিক্সের তরফে সাফ জানানো হল, এবার থেকে আর বন্ধু-বান্ধবদের সঙ্গে অ্যাকাউন্ট শেয়ার করা যাবে না। একমাত্র পরিবারের মধ্যেই ভাগ করা যাবে একটি অ্যাকাউন্ট। সেই গণ্ডির বাইরে আর কারোর সঙ্গে নেটফ্লিক্সের অ্যাকাউন্ট শেয়ার করা যাবে না। অনলাইন স্ট্রিমিং পরিষেবার তরফে আগেই জানানো হয়েছিল, একই অ্য়াকাউন্ট একাধিক ব্যক্তি মিলে ভাগাভাগি করে দেখায়, সংস্থাকে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফে।

মঙ্গলবার নেটফ্লিক্স সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, “একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট এবার থেকে এক পরিবারের জন্যই ব্যবহার করা যাবে”। চলতি বছরের শুরুর দিকেই নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছিল, বিশ্বজুড়ে প্রায় ১০ কোটিরও বেশি পরিবার নেটফ্লিক্স অ্যাকাউন্ট ভাগ করে ব্যবহার করে। এরফলে সংস্থাকে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। নতুন করে তারা টেলিভিশন শো ও ফিল্মে বিনিয়োগ করতে পারছে না।

নেটফ্লিক্সের পরিষেবা শুরু হওয়ার কিছু সময় পরেই ‘শেয়ার অ্যাকাউন্ট’-র পরিষেবা আনা হয়েছিল, যেখানে সাবস্ক্রাইবার অন্যান্য ব্যক্তিদের সঙ্গে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভাগ করে নিতে পারতেন। এতে একজনকেই সাবস্ক্রিপশনের খরচ দিতে হলেও, অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেন একাধিক ব্যক্তি।  কিন্তু এর জেরে সংস্থা আর্থিক ক্ষতির মুখে পড়ায়, অ্যাকাউন্ট শেয়ারিং বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।
সম্প্রতিই নেটফ্লিক্সের তরফে শেয়ার অ্যাকাউন্ট নিয়ে নতুন ঘোষণা করা হয়। এই পরিষেবায় গ্রাহক অতিরিক্ত সাবক্রিপশন  চার্জ দিয়ে অ্যাকাউন্টে অতিরিক্ত ব্যবহারকারী যোগ করতে পারবেন। এছাড়া তারা চাইলে “ভিউয়িং প্রোফাইল”-ও ট্রান্সফার করে নেটফ্লিক্স ব্যবহর করতে পারেন। মঙ্গলবার নেটফ্লিক্সের তরফে জানানো হয়, ১০০-রও বেশি দেশে এই নীতি আনা হচ্ছে।

গত এপ্রিলেই নেটফ্লিক্সের তরফে জানানো হয়, তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা ২৩২.৫ মিলিয়ন ২৩.৩৫ কোটি ছাড়িয়েছে।