Gold Buying Tips: ধনতেরাসে সোনা কিনতে লাগবে না মেকিং চার্জ, এইভাবে টাকা বাঁচান
Dhanteras: সোনার দাম ধার্য হয় বেশ কয়েকটি বিষয়ের উপর। সেগুলি হল- সোনার ক্য়ারেট, সোনার ওজন ও মেকিং চার্জ। সোনার বিশুদ্ধতা নির্ভর করে ক্যারেটের উপরে। ২৪ ক্যারেটের সোনা সবথেকে বিশুদ্ধ। তবে গহনার ক্ষেত্রে মূলত ২২ ও ১৮ ক্যারেট সোনাই ব্যবহার করা হয়। প্রতিটি ক্যারেটের দাম আলাদা হয়। কত গ্রামের সোনা কিনছেন, তার উপরও সোনার দাম নির্ভর করে।শেষে যোগ হয় মেকিং চার্জ।
নয়া দিল্লি: ধনতেরাস মানেই সোনা কেনা (Gold Buying)। মা লক্ষ্মীকে ঘরে আহ্বান করতে ও ধনদেবতা কুবেরকে সন্তুষ্ট করতেই ধনতেরাস (Dhanteras) পালিত হয়। আর লক্ষ্মীলাভের আশাতেই ধনতেরাসের দিন সোনার গহনা বা কয়েন কেনেন অনেকে। আজ ধনতেরাসে যদি আপনারও সোনা কেনার পরিকল্পনা থাকে, তবে একটা ভাল টিপস রইল। এতে আপনি সোনা কিনলেও দিতে হবে না কোনও মেকিং চার্জ (Making Charge)।
সোনার দাম ধার্য হয় বেশ কয়েকটি বিষয়ের উপর। সেগুলি হল- সোনার ক্য়ারেট, সোনার ওজন ও মেকিং চার্জ। সোনার বিশুদ্ধতা নির্ভর করে ক্যারেটের উপরে। ২৪ ক্যারেটের সোনা সবথেকে বিশুদ্ধ। তবে গহনার ক্ষেত্রে মূলত ২২ ও ১৮ ক্যারেট সোনাই ব্যবহার করা হয়। প্রতিটি ক্যারেটের দাম আলাদা হয়। কত গ্রামের সোনা কিনছেন, তার উপরও সোনার দাম নির্ভর করে।শেষে যোগ হয় মেকিং চার্জ। এই মেকিং চার্জের কারণেই অনেকটা দাম বেড়ে যায় সোনার।
সাধারণত সোনার কয়েনের উপরে ৩ থেকে ৬ শতাংশ মেকিং চার্জ ও সোনার গহনার উপরে ২৫ থেকে ৩০ শতাংশ মেকিং চার্জ বসে। এই মেকিং চার্জ আবার বিভিন্ন গহনার ব্রান্ড বা দোকানের উপরে নির্ভর করে। কোনও গহনা প্রস্তুতকারকরা প্রতি গ্রাম সোনার উপরে মেকিং চার্জ বসান, কেউ আবার গহনার মোট দামের উপরে নির্দিষ্ট একটি শতাংশ মেকিং চার্জ বসান।
কীভাবে মেকিং চার্জ এড়াবেন?
সোনার দাম নিত্যদিন পরিবর্তন হয়। তাই আপনি যখন সোনা কিনতে যান, তখন গহনা প্রস্তুতকারকরা সোনার ভরি প্রতি দাম, তৈরির জন্য খরচ সহ যাবতীয় ব্যয় ধরেই মোট দাম ধার্য করেন। তবে আপনি যদি মেকিং চার্জ এড়াতে চান, তবে সোনার বাঁট বা সোনার বার কেনা উচিত। কারণ এতে কোনও মেকিং চার্জ বসে না। ফলে শুধু সোনার দামটুুকুই দিতে হবে আপনাকে।
এছাড়া আপনি সোনার কয়েন কিনলেও অনেকটাই লাভবান হবেন কারণ সোনার কয়েনেও সবথেকে কম মেকিং চার্জ বসে।
আপনি যদি ডিজিটাল সোনা বা সভেরান গোল্ড বন্ড কেনেন, তাতেও কোনও মেকিং চার্জ লাগে না।