Rekha Jhunjhunwala: শুধুমাত্র এই সংস্থার স্টকে রক্তপাত, ২৩০০ কোটি টাকা খোয়ালেন রেখা ঝুনঝুনওয়ালা

Rekha Jhunjhunwala: গত সোমবার (৬ মে), একদিনেই তাঁর সম্পদ থেকে বাদ গিয়েছিল ৮০০ কোটি টাকা। গত এক মাসে ২,৩০০ কোটি টাকার সম্পত্তি খুইয়েছেন রেখা ঝুনঝুনওয়ালা। একাধিক প্রতিবেদন অনুযায়ী, একটি মাত্র সংস্থার শেয়ারের মূল্যর রেকর্ড পতন ঘটেছে। আর তাতেই এই অবস্থা প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রীর।

Rekha Jhunjhunwala: শুধুমাত্র এই সংস্থার স্টকে রক্তপাত, ২৩০০ কোটি টাকা খোয়ালেন রেখা ঝুনঝুনওয়ালা
তাঁর সম্পদের অধিকাংশই স্বামী রাকেশের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়াImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: May 12, 2024 | 7:56 PM

মুম্বই: একটি মাত্র সংস্থার শেয়ারের মূল্যর রেকর্ড পতন ঘটেছে। আর তাতেই গত এক মাসে ২,৩০০ কোটি টাকার সম্পত্তি খোয়ালেন রেখা ঝুনঝুনওয়ালা। রেখা, প্রয়াত লগ্নিকারী রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী। গত সোমবার (৬ মে), একদিনেই তাঁর সম্পদ থেকে বাদ গিয়েছিল ৮০০ কোটি টাকা। তাঁর এই হঠাৎ ‘গরীব’ হয়ে যাওয়ার পিছনে দায়ী কোন সংস্থা? একাধিক প্রতিবেদন অনুযায়ী, মাত্র এক মাসে টাইটান সংস্থার শেয়ারের দর ৪২৪ টাকা করে কমেছে। আর টাইটান সংস্থার শেয়ারের মূল্যের এই রেকর্ড পতনের কারণেই ধস নেমেছে রেখা ঝুনঝুনওয়ালার সম্পদে।

এক মাস আগে টাইটানের প্রতিটি শেয়ারের দাম ছিল ৩,৬৭৯ টাকা। বুধবার (৮ মে) তা ৩,২৫৫ টাকায় নেমে এসেছে। রেখা ঝুনঝুনওয়াা টাইটানের অন্যতম প্রধান শেয়ারহোল্ডার। টাইটানের ৫.৩৫ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে তাঁর হাতে। ফলে, টাইটানের শেয়ারে মন্দার ধাক্কা সহ্য করতে হচ্ছে রেখাকেও। ফোর্বসের মতে, চলতি বছরের মার্চের শেষে, রেখা ঝুনঝুনওয়ালার মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৮৭০ কোটি ডলার। বেশিরভাগই ছিল প্রয়াত স্বামী রাকেশের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। টাইটান ছাড়াও, মেট্রো ব্র্যান্ডস, স্টার হেলথ এবং অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানির মতো নামী সংস্থার শেয়ার রয়েছে রেখার হাতে।

শুধু রেখা ঝুনঝুনওয়ালাই নন, টাইটানের শেয়ারের দর পতনের প্রভাব পড়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা এলআইসি-র শেয়ারেও। টাইটানের জন্য এলআইসি সংস্থার মোট মূল্য ৭৭২ কোটি টাকা কমেছে। এর আগে, গত বছরের তুলনায় চতুর্থ ত্রৈমাসিকে ৭ শতাংশ মূল্য বেড়েছিল টাইটানের। তারপর থেকেই এই সংস্থার শেয়ারের মূল্য কমছে। তবে বড় বড় ব্রোকিং সংস্থাগুলি আশাবাদী যে, দীর্ঘমেয়াদে টাইটানের শেয়ার ইতিবাচক পারফর্ম করবে। টাইটান অত্যন্ত নামী ব্র্যান্ড। সংস্থার কার্যকারিতা, আকার বৃদ্ধি এবং অন্যান্য ব্র্যান্ডের লাভের কারণে, টাইটানের শেয়ারের দর যে দীর্ঘমেয়াদে বাড়বে, সেই বিষয়ে আশাবাদী ব্রোকিং সংস্থাগুলি।