এক্সিট পোল সঠিক হলেই রকেটের গতিতে বাড়বে এই স্টকগুলির দর!

If Modi wins these stocks will surge: বুথ ফেরত সমীক্ষাগুলি সঠিক হলেই দর বাড়তে পারে এই মোদী স্টকগুলির। মোদী স্টক, অর্থাৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি নীতি ও উদ্যোগগুলি থেকে সরাসরি উপকৃত হয়েছে যে সংস্থা বা সেক্টরগুলি, তাদের স্টক। তিনি ক্ষমতায় ফিরলে কোন স্টকগুলির দর বাড়বে?

এক্সিট পোল সঠিক হলেই রকেটের গতিতে বাড়বে এই স্টকগুলির দর!
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jun 03, 2024 | 8:20 PM

মুম্বই: বুথ ফেরত সমীক্ষাগুলিতে ইঙ্গিত, স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। আর এর ফলে, দর বাড়তে পারে ‘মোদীর স্টক’গুলির। মোদী স্টক, অর্থাৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি নীতি ও উদ্যোগগুলি থেকে সরাসরি উপকৃত হয়েছে যে সংস্থা বা সেক্টরগুলি, তাদের স্টক। বাজার বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী, বুথ ফেরত সমীক্ষার ফল সঠিক হলে, এই স্টকগুলির দর লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে। বিভিন্ন ব্রোকারেজ ফার্মগুলির বিশ্লেষকরা এই সংস্থাগুলিকে চিহ্নিত করেছেন। মোদী ক্ষমতায় ফিরলে কোন স্টকগুলির দর বাড়বে? আসুন দেখে নেওয়া যাক –

ব্রোকারেজ ফার্ম সিএলএসএ জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর নীতির সরাসরি লাভ পেতে পারে মোট ৫৪টি সংস্থা। এই সংস্থাগুলি হল –

প্রতিরক্ষা এবং উত্পাদন: হ্যাল, হিন্দুস্তান কপার, ন্যালকো (NALCO), ভারত ইলেকট্রনিক্স, কামিন্স ইন্ডিয়া, সিমেন্স, এবিবি ইন্ডিয়া, সেইল, ভেল, ভারত ফোর্জ।

পরিকাঠামো এবং পরিবহন: সিন্ধু টাওয়ার, জিএমআর বিমানবন্দর, আইআরসিটিসি, কন্টেইনার কর্পোরেশন অব ইন্ডিয়া।

শক্তি: এনটিপিসি, এনএইচপিসি, পিএফসি, আরইসি, টাটা পাওয়ার, এইচপিসিএল, গেইল, জেএসপিএল, পাওয়ার গ্রিড কর্পোরেশন, ওএনজিসি, কোল ইন্ডিয়া, পেট্রোনেট এলএনজি, বিপিসিএল, আইওসিএল

ব্যাঙ্কিং এবং ফিনান্স: এসবিআই, পিএনবি, কানারা ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা

টেলিকম: ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, ইন্ডাস টাওয়ারস

এছাড়া তালিকায় রয়েছে – আদানি পোর্টস, অম্বুজা সিমেন্টস, এসিসি, ইন্ডিয়ান হোটেলস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এলএন্ডটি, আল্ট্রাটেক সিমেন্ট, শ্রী সিমেন্ট, দ্য ইন্ডিয়া সিমেন্ট, ডালমিয়া ভারত, দ্য রামকো সিমেন্টস।

ব্রোকারেজ ফার্ম ফিলিপ ক্যাপিটালও এই ধরনের ২১টি স্টকের তালিকা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে – এসবিআই, বিওবি, কানারা ব্যাঙ্ক, পিএফসি, আরইসি, শ্রীরাম ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্স, আল্ট্রাটেক, সিমেন্স, হিরো মোটোকর্প, টিভিএস মোটর, ডিভি’স ল্যাবস, সিঞ্জিন, এপিএল অ্যাপোলো, জিন্দাল এসএডব্লিউ, আইজিএল, আরতি ইন্ডাস্ট্রিজ, বিনতি অর্গানিকস, প্রজ, গোকালদাস এক্সপোর্ট এবং এসপি অ্যাপারেল।

তাহলে ৪ জুন ভোটের ফলের দিন লগ্নিকারীরা কোন কোন স্টক কিনবেন? ইয়েস সিকিওরিটিজ পরামর্শ দিয়েছে – এনটিপিসি, টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (টেক্সরাইল), এসবিআই, জিএমআর বিমানবন্দর, এবং ভারতী এয়ারটেলের শেয়ারে লগ্নি করলে অদূর ভবিষ্যতেই বড় লাভের মুখ দেখতে পারেন লগ্নিকারীরা। ইয়েজ সিকিওরিটিজের এক্সিকিউটিভ ডিরেক্টর, অমর অম্বানী জানিয়েছেন, এই স্টকগুলি লগ্নিকারীদের ২৬ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে।