Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat Express: সাড়ে ৫ ঘণ্টাতেই জলপাইগুড়ি থেকে পৌঁছে যাবেন গুয়াহাটি, ভাড়া কত জেনে নিন

Vande Bharat Express Ticket Fare: আগে যেখানে উত্তরবঙ্গ থেকে উত্তর-পূর্ব ভারতে যাতায়াতের জন্য ন্যূনতম সাড়ে ৬ ঘণ্টা সময় লাগত, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার ফলে প্রতিবেশী রাজ্য অসমে পৌঁছতে সময় লাগবে সাড়ে ৫ ঘণ্টা।

Vande Bharat Express: সাড়ে ৫ ঘণ্টাতেই জলপাইগুড়ি থেকে পৌঁছে যাবেন গুয়াহাটি, ভাড়া কত জেনে নিন
বন্দে ভারত এক্সপ্রেস
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2023 | 8:31 AM

কলকাতা: রাজ্যের ঝুলিতে এসেছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। হাওড়া-নিউ জলপাইগুড়ি ও হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটেও (New Jalpaiguri-Guwahati Route) চালু হল বন্দে ভারত এক্সপ্রেস। গত ২৯ মে এই নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ৩১ মে থেকে সাধারণ যাত্রীদের জন্য় এই ট্রেন চালু হবে। উত্তর-পূর্ব ভারতের রুটে এটিই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর-পূর্ব ভারতে যাতায়াত আরও সহজ হল।

আগে যেখানে উত্তরবঙ্গ থেকে উত্তর-পূর্ব ভারতে যাতায়াতের জন্য ন্যূনতম সাড়ে ৬ ঘণ্টা সময় লাগত, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার ফলে প্রতিবেশী রাজ্য অসমে পৌঁছতে সময় লাগবে সাড়ে ৫ ঘণ্টা। অর্থাৎ ৪১১ কিলোমিটার পথ অতিক্রম করতে মোট এক ঘণ্টার সাশ্রয় হবে।

ভাড়া কত?

নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে এই ট্রেনের ভাড়া নিয়ে। আইআরসিটিসি-র তরফে জানানো হয়েছে, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসে এসি চেয়ার কারের ভাড়া হবে ১২২৫ টাকা। এগজেকিউটিভ চেয়ার কারের ক্ষেত্রে টিকিটের দাম হবে ২২০৫ টাকা। এই টিকিটের দামের মধ্যে খাবারের খরচও ধরা রয়েছে। তবে যদি কোনও যাত্রী খাবার নিতে না চান, তবে সেক্ষেত্রে এসি চেয়ার কারের জন্য় ১০৭৫ টাকা ও এগজেকিউটিভ চেয়ার কারের জন্য় ২০২৫ টাকা খরচ হবে।