Purulia Job News: অবসরের পরেও চাকরির সুবর্ণ সুযোগ, জেলাশাসকের কার্যালয়ে ১৯ টি শূন্যপদ
Purulia Job News: পুরুলিয়ার জেলাশাসকের কার্যালয়ে (Office Of The District Magistrate, Purulia) অ্যাকাউন্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্য়াকাউন্ট্যান্ট মিলিয়ে মোট ১৯টি শূন্যপদ রয়েছে।
পুরুলিয়া: চড়া মূল্যবৃদ্ধির এই দুঃসময়ে সংসার চালাতে গিয়ে, সারা জীবনের সঞ্চয়ও কারোর কারোর ক্ষেত্রে কম পড়ছে। তাই চাকরি থেকে অবসর নেওয়ার পরও মনে হচ্ছে আরেকবার চাকরি করার সুযোগ পেলে ভালই হতো। আপনি যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হন, অ্য়াকাউন্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার জন্য রয়েছে চাকরির এক দুর্দান্ত সুযোগ। পুরুলিয়ার জেলাশাসকের কার্যালয়ে (Office Of The District Magistrate, Purulia) অ্যাকাউন্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্য়াকাউন্ট্যান্ট মিলিয়ে মোট ১৯টি শূন্যপদ রয়েছে।
চাকরির বিবরণ –
পুরুলিয়া জেলায় রান্না করা মিড-ডে মিল প্রকল্পে প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তি ভিত্তিক চাকরি।
পদের নাম :
অ্যাকাউন্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্য়াকাউন্ট্যান্ট
আবেদনের পদ্ধতি:
অনলাইনে আবেদনের সুযোগ নেই। জেলাশাসকের কার্যালয়ে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
শূন্যপদ:
অ্যাকাউন্ট্যান্ট: ১
অ্যাসিস্ট্যান্ট অ্য়াকাউন্ট্যান্ট: ১৮
নিয়োগস্থল:
অ্যাকাউন্ট্যান্ট: জেলা কার্যালয়ে
অ্যাসিস্ট্যান্ট অ্য়াকাউন্ট্যান্ট: ব্লক / পৌরসভা কার্যালয়ে
বয়সসীমা :
২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী অনূর্ধ্ব ৬৩
বেতন :
অ্যাকাউন্ট্যান্ট: ১২,০০০ টাকা
অ্যাসিস্ট্যান্ট অ্য়াকাউন্ট্যান্ট: ১১,০০০ টাকা
যোগ্যতা:
সরকারি অফিসে অ্যাকাউন্ট সম্পর্কিত কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা-সহ অবসরপ্রাপ্ত কর্মচারী।
আবেদন মূল্য:
কোনও প্রকার আবেদনমূল্য লাগবে না।
নির্বাচনের পদ্ধতি:
ইন্টারভিউ।
আবেদনের পদ্ধতি:
নির্দিষ্ট আবেদনপত্রে উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র, শেষ বেতনের রসিদ এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্রের স্বাক্ষর করা প্রতিলিপি এবং পাসপোর্ট সাইজ ছবি-সহ আবেদন করতে পারবেন। কোন পদের জন্য আবেদন করছেন, তা মুখ-বন্ধ খামের গায়ে লিখতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
জেলা মিডডে মিল সেল, পুরুলিয়া কালেক্টরেট
আবেদনের শেষ তারিখ :
আবেদন করার শেষ তারিখ ৬ জুন।
বিস্তারিত জানতে ক্লিক করুন