AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Career in Psychology: সাইকোলজি নিয়ে পড়বেন ভাবছেন? রয়েছে সফল কেরিয়ার গড়ার এবং চাকরির দুর্দান্ত সুযোগ

Career in Psychology: সাইকোলজি নিয়ে পড়াশোনা করে দুর্দান্ত কেরিয়ার গড়া যায়, রয়েছে অনেক সুযোগ। রইল তারই সুলুক সন্ধান।

Career in Psychology: সাইকোলজি নিয়ে পড়বেন ভাবছেন? রয়েছে সফল কেরিয়ার গড়ার এবং চাকরির দুর্দান্ত সুযোগ
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jun 17, 2022 | 8:45 AM
Share

কলকাতা: মাত্র কয়েকদিন আগে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে পড়াশোনার বিষয় হিসাবে খুব ভাল পছন্দ হতে পারে সাইকোলজি বা মনোবিজ্ঞান। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে মানুষের আচরণ এবং মানসিক প্রক্রিয়াগুলি অধ্যয়ন করাই এই মনোবিজ্ঞানীদের কাজ। মনোবিজ্ঞানী হিসাবে কিন্তু দুর্দান্ত কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে। বিশেষ করে, অতিমারির ফলে মনোবিজ্ঞান চর্চা অনেকাংশে বেড়েছে। এই বিষয় নিয়ে পড়াশোনা করে ক্লিনিকাল সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, স্কুল সাইকোলজি, ফরেনসিক সাইকোলজি, স্পোর্টস সাইকোলজি, রিহ্যাবিলিটেশন, কগনিটিভ নিউরোসায়েন্স-সহ বিভিন্ন ক্ষেত্রে একটি উজ্জ্বল ভবিষ্যত গড়া যেতে পারে। এছাড়া, মনোবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা এবং গবেষণার কাজেও নিযুক্ত হওয়া যায়।

সফল মনোবিজ্ঞানী হওয়ার শিক্ষাগত ধাপ

১. দ্বাদশ শ্রেনিতে মনোবিজ্ঞান বিষয় না থাকলেও হবে।

২. মনোবিজ্ঞানে অনার্স-সহ স্নাতক ডিগ্রী।

৩. ক্লিনিকাল সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এডুকেশন সাইকোলজি, হেলথ সাইকোলজি, কগনিটিভ সাইকোলজি, সোশ্যাল সাইকোলজি, এক্সপেরিমেন্টাল সাইকোলজির মতো যে কোনও একটি বিষয়ে স্পেশালাইজেশন-সহ সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি।

৪. ক্লিনিক্যাল সাইকোলজিতে এম.ফিল ডিগ্রি করার সুযোগ রয়েছে। মনোবিজ্ঞানের কোনও একটি বিশেষ ক্ষেত্রে ডক্টরাল ডিগ্রি নেওয়া যেতে পারে। মনোবিজ্ঞানের নির্দিষ্ট কোনও ক্ষেত্রে পিজি ডিপ্লোমা কোর্সও করা যায়।

কেরিয়ার এবং চাকরির সুযোগ

১. ক্লিনিক্যাল সাইকোলজি বা রিহ্যাবিলিটেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি

একজন লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে সরকারি ও বেসরকারি হাসপাতাল, এনজিও, বেসরকারি ক্লিনিক, বা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করার সুযোগ রয়েছে।

২. ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার

ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল সাইকোলজিস্ট হিসাবে কোনও সংস্থায় কর্মী নির্বাচন এবং নিয়োগের পরামর্শদাতা হিসাবে কাজ করার সুযোগ রয়েছে।

৩. ফরেনসিক সাইকোলজি

এই ক্ষেত্রের পুলিশ বিভাগ, অপরাধ শাখা, প্রতিরক্ষা বা সেনা, আইনি সংস্থা, ব্যুরো অব ইনভেস্টিগেশনের মতো জায়গায় পরামর্শদাতা হিসাবে কাজের সুযোগ রয়েছে।

৪. এডুকেশন সাইকোলজি

সরকারি এবং বেসরকারি স্কুল, বিশ্ববিদ্যালয়, মানসিক স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, আবাসিক ক্লিনিক এবং হাসপাতাল, কিশোর-কিশোরীদের বিচার-আদালতে, বেসরকারি ক্লিনিকে এডুকেশন সাইকোলজিস্ট হিসাবে কাজ করা যেতে পারে।

৫. স্পোর্টস সাইকোলজি

স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া দল, পেশাদার ক্রীড়া দল, ক্রীড়া পুনর্বাসন কেন্দ্র এবং ক্রীড়া গবেষণা কেন্দ্রে ক্রীড়া মনোবিজ্ঞান উপদেষ্টা হিসাবে কাজ করা যায়।

৬. সাইকোমেট্রি

সরকারি এবং বেসরকারি সংস্থা, উপদেষ্টা এবং গবেষকদের জন্য একজন পেশাদার টেস্ট ডেভেলপার এবং সাইকোমেট্রিশিয়ান হিসাবে কাজ করার সুযোগ রয়েছে।