IDBI Recruitment 2023: স্নাতক পাশে ব্যাঙ্কে ম্যানেজার পদে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত
IDBI: ব্যাঙ্কে সরকারি চাকরির স্বপ্ন দেখছেন? তাঁদের জন্য সুখবর। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড ২১০০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছে। যার মধ্যে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (JAM) পদের জন্য ৮০০টি শূন্যপদ এবং ESO পদের জন্য ১৩০০টি শূন্যপদ রয়েছে।
নয়া দিল্লি: ব্যাঙ্কে সরকারি চাকরির স্বপ্ন দেখছেন? তাঁদের জন্য সুখবর। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড (IDBI) ২১০০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছে। যার মধ্যে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (JAM) পদের জন্য ৮০০টি শূন্যপদ এবং ESO পদের জন্য ১৩০০টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং চলবে আগামী ৬ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন।
কারা আবেদন করতে পারেন?
জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক পাশ করতে হবে।
বয়সসীমা
প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে হবে। তবে সংরক্ষণের আওতায় পড়া প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হয়েছে।
আবেদন ফি
সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের জন্য আবেদন ফি হল ১০০০ টাকা। যেখানে SC এবং ST-দের জন্য আবেদন ফি ২০০ টাকা।
IDBI ব্যাঙ্কের শূন্যপদে এভাবে আবেদন করুন
১) প্রথমে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট idbibank.in-এ যান। ২) ওয়েবসাইটের হোম পেজে বর্তমান শূন্যপদের লিঙ্কে ক্লিক করুন। ৩) এরপরে আপনাকে IDBI ব্যাঙ্ক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (JAM) এবং Executive Sales and Operations (ESO) নিয়োগ 2023-এর লিঙ্কে যেতে হবে। ৪) পরবর্তী পৃষ্ঠায় অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করুন। ৫) নিজের বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন। ৬) রেজিস্ট্রেশনের পর আবেদনপত্র পূরণ করতে পারবেন। ৭) আবেদনপত্র পূরণ হলে প্রয়োজনীয় নথি আপলোড করুন। ৮) এবার অনলাইনে আবেদন ফি দিন এবং আবেদনপত্রটি জমা করুন।