SSB Recruitment 2023: মিলবে মোটা অঙ্কের বেতন, SSB-তে চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই

SSB Recruitment 2023: সশস্ত্র সীমা বলের তরফে জানানো হয়েছে, মোট ১৬৫৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অ্যাসিস্টেন্ট কম্যান্ডান্ট, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর, হেড কন্সটেবল, কন্সটেবল সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। 

SSB Recruitment 2023: মিলবে মোটা অঙ্কের বেতন, SSB-তে চলছে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 7:02 AM

নয়া দিল্লি: দেশের সেবা করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। সশস্ত্র সীমা বল (Sashastra Seema Bal) বা এসএসবি(SSB)-তে চলছে কর্মী নিয়োগ। ১৮ জুনই এসএসবির তরফে হেড কন্সটেবল, অ্যাসিস্টেন্ট কম্যান্ডান্ট সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। আগ্রহী আবেদনকারীরা সরাসরি এসএসবির অফিসিয়াল ওয়েবসাইট  ssbrectt.gov.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।

সশস্ত্র সীমা বলের তরফে জানানো হয়েছে, মোট ১৬৫৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অ্যাসিস্টেন্ট কম্যান্ডান্ট, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর, হেড কন্সটেবল, কন্সটেবল সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ-

হেড কন্সটেবল (টেকনিশিয়ান)- মোট ৯১৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

কন্সটেবল ট্রেডসম্যান- মোট ৫৪৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

অ্যাসিস্টেন্ট কম্যান্ডান্ট (ভেটেরিনারি)- মোট ১৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

সাব ইন্সপেক্টর (টেকনিক্যাল)- মোট ১১১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

এএসআই (প্য়ারামেডিক্য়াল স্টাফ)- মোট ৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

এএসআই (স্টেনো)-  মোট ৪০টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।

নির্বাচন পদ্ধতি-

লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্টের ভিত্তিতে যোগ্য় প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদনের জন্য় জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও মহিলা আবেদনকারীদের এই শূন্যপদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।