SSC Recruitment 2022: পুলিশে চাকরি করতে চান? ৮১ হাজার টাকা অবধি মিলবে বেতন, আবেদনের পদ্ধতি জেনে নিন…

SSC Recruitment 2022: হেড কন্সটেবল পদে ন্যূনতম বেতন শুরু হচ্ছে ২৫ হাজার ৫০০ টাকা থেকে। সর্বোচ্চ বেতন ৮১ হাজার ১০০ টাকা।

SSC Recruitment 2022: পুলিশে চাকরি করতে চান? ৮১ হাজার টাকা অবধি মিলবে বেতন, আবেদনের পদ্ধতি জেনে নিন...
দিল্লি পুলিশে চলছে নিয়োগ। ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2022 | 8:00 AM

নয়া দিল্লি:  ভালো চাকরি মানেই সরকারি চাকরি, দাদু-ঠাকুমার সময় থেকে বর্তমানের জেন ওয়াই প্রজন্ম, এই চিন্তাধারাতেই বিশ্বাসী সকলে। কর্মক্ষেত্রে নিরাপত্তা চাইলে চোখ বুজে সকলের ভরসার স্থান সরকারি চাকরি(Government Jobs)। রাজ্য সরকারের হলে ভাল, আর কেন্দ্রীয় সরকারের হলে তো সোনায় সোহাগা। মোটা বেতন, অবসর জীবনে মোট পেনশন, বিভিন্ন ভাতা সহ একাধিক সুবিধার কারণে সাধারণ মানুষের মনের মধ্যে সরকারি চাকরি করার সুপ্ত বাসনা রয়েছে বরাবরই। বছরের পর বছর ধরে তারা অপেক্ষা করেন একটা সরকারি চাকরির জন্য। কিন্তু কীভাবে পাবেন সরকারি চাকরি? এই প্রশ্নই ঘোরে সকলের মনে। বিগত কয়েক বছর ধরে নানা কারণে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। তবে করোনার ধাক্কা কাটিয়ে ওঠার পর ধীরে ধীরে ফের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। শুরু হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগও। যদি আপনিও সরকারি চাকরি করতে চান, তবে আপনার জন্য রয়েছে সুখবর। স্টাফ সিলেকশন কমিশনের তরফে দিল্লি পুলিশে নিয়োগের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ মে থেকে দিল্লি পুলিশের হেড কন্সটেবল পদে নিয়োগের আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। কীভাবে আবেদন করবেন, জেনে নিন-

সম্পূর্ণ আবেদন পদ্ধতিই অনলাইনে হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট  . www.ssc.nic.in  -এ গিয়ে আবেদনপত্র জমা দিতে পারেন। আগামী ১৭ মে থেকে এই পদে আবেদন করা যাবে। তবে কেবল পুরুষরাই এই পদে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ-

আগামী ১৬ জুন অবধি আবেদনপত্র জমা দেওয়া যাবে।

 বয়সসীমা-

আবেদনকারীর বয়স অবশ্যই ২৫ বছরের মধ্যে হতে হবে। এর বেশি হলে আবেদন গ্রহণ করা হবে না।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীকে ন্যূনতম দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে।

পরীক্ষা-

পুলিশের হেড কন্সটেবল পদে নিয়োগের জন্য লিখিত, শারীরিক ও মৌখিক পরীক্ষা হবে। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই এই পরীক্ষা হবে।

বেতন-

দিল্লি পুলিশের হেড কন্সটেবল পদে ন্যূনতম বেতন শুরু হচ্ছে ২৫ হাজার ৫০০ টাকা থেকে। সর্বোচ্চ বেতন ৮১ হাজার ১০০ টাকা।