WB Police Recruitment: ওয়্যারলেস অপারেটর নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ

অতীতে দেশের বিভিন্ন নিরাপত্তাবাহিনীতে কাজের অভিজ্ঞদেরই এই পদে নিয়োগ করা হবে। ৬৪ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন শেষ হলে সমস্ত আবেদনকারীদের মধ্যে যাচাই করা হবে।

WB Police Recruitment: ওয়্যারলেস অপারেটর নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ
ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 7:42 AM

কলকাতা: ওয়্যারলেস অপারেটর পদে নিয়োদ করবে পশ্চিমবঙ্গ পুলিশ। ইতিমধ্যেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগের জন্য প্রয়োজন অতীতে সরকার / সেনা/ নেভি/ এয়ারফোর্স/ প্যারামিলিটারিতে ওয়্যারলেস অপারেটর হিসাবে কাজ করার অভিজ্ঞতা।

অতীতে দেশের বিভিন্ন নিরাপত্তাবাহিনীতে কাজের অভিজ্ঞদেরই এই পদে নিয়োগ করা হবে। ৬৪ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন শেষ হলে সমস্ত আবেদনকারীদের মধ্যে যাচাই করা হবে। শর্ট সিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে এই নিয়োগ।

২৩ নভেম্বর থেকেই এই নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া। অফলাইনে এই পদের জন্য আবেদন করতে হবে। কোন ঠিকানা আবেদনপত্র পাঠাতে হবে, তা উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এই লিঙ্কে ক্লিক করে দেখুন এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এই পদের চুক্তির শর্ত কী, কত বেতন দেওয়া হবে তাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।