Goa Election: সৈকত শহরে উত্তাল বিজেপির সমুদ! ভোটের আগেই দল ছাড়তে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
Goa Assembly Election: বৃহস্পতিবার ৪০ আসনের গোয়া বিধানসভার ৩৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী তালিকায় ওবিসি সম্প্রদায়ভুক্ত ১১ জনকে জায়গা দেওয়া হয়েছে।
পানাজি: আগামী মাসে দেশের সব থেকে বড় রাজ্য উত্তর প্রদেশের পাশাপাশি সব থেকে ছোট রাজ্য গোয়াতেও বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022)। ইতিমধ্যে সৈকত শহরে হাওয়া গরম। কারণ বিজেপিকে পরাজিত করতে ভোটে লড়ছে অনেকগুলি রাজনৈতিক দল। তালিকায় রয়েছে কংগ্রেস, আপ, তৃণমূল, এনসিপি, শিবসেনার মতো পরিচিত দলগুলিও। তবে রাজনৈতিক মহল মনে করছিল পৃথকভাবে জোট করে লড়ার ফলে বিরোধী ভোট ভাগাভাগিতে আখেরে লাভ হবে বিজেপিরই। তবে হঠাৎ করেই বিজেপিতে বিদ্রোহের ইঙ্গিত। জানা গিয়েছে নির্বাচনের আগেই দলকে ধাক্কা দিয়ে বিজেপি ছাড়তে পারেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর। গতকালই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তারপরই নিজের সমর্থকদের নিয়ে বৈঠক বসেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী পারসেকর। সূত্রের খবর, বিজেপি প্রকাশিত প্রার্থী তালিকা দেখে তিনি অসন্তুষ্ট। কারণ তাঁর মান্দ্রেম কেন্দ্র থেকে দয়ানন্দ সোপতেকে প্রার্থী করেছে বিজেপি।
সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে বিজেপি ছেড়ে বেরিয়ে আসতে পারেন পারসেকর। সেক্ষেত্রে নিজের আসন থেকে নির্দল প্রার্থী হয়েই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা প্রবল। এই মূহূর্তে গোয়া বিজেপির নির্বাচনী ইস্তেহার কমিটির ইনচার্জের দায়িত্বে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর। পারসেকর দল ছাড়লে ভোটের আগে বিজেপির জন্য সমস্যা তৈরি হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
বৃহস্পতিবার ৪০ আসনের গোয়া বিধানসভার ৩৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী তালিকায় ওবিসি সম্প্রদায়ভুক্ত ১১ জনকে জায়গা দেওয়া হয়েছে। প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন ৯ খ্রিস্টান প্রার্থী। নতুন ৬ জনকে প্রার্থী তালিকায় রাখা হয়েছে। এছাড়াও সাধারণের জন্য সংরক্ষিত আসনে ৩ জন এসসি ও একজন এসসি প্রার্থী রয়েছেন। প্রার্থী তালিকা অনুযায়ী গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত স্যাঙ্কেলিম কেন্দ্র থেকে ভোটে লড়বেন। অন্যদিকে গোয়ার উপমুখ্যমন্ত্রী চন্দ্রকান্ত কাভলেকার কুইপেম থেকে মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, কংগ্রেসকে বাদ দিয়েই ভোটে ময়দানে জোট করছে বিরোধীরা। একদিকে যখন কংগ্রেস একলা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে, তখন তৃণমূল আবার পাশে পাচ্ছে উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউতদের। ভোটমুখী গোয়ায় শিবসেনা এবং তৃণমূল একসঙ্গে নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামতে চলেছে। তৃণমূলের সঙ্গে জোট বাঁধার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে শিবসেনা। শিবসেনার তরফে ইতিমধ্যেই গোয়ার নির্বাচনের জন্য নয়টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। আর তার পর কয়েক ঘণ্টা যেতে না যেতেই শিবসেনার তরফে সঞ্জয় রাউত ঘোষণা করে দেন, তাদের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে আসন্ন নির্বাচনে লড়বে।
আরও পড়ুন : CPIM West Bengal: বিজেপি বিরোধী ‘মহাজোট’? মমতার বার্তাকে ‘বিশ্বাস’ করতে চাইছে না বঙ্গ সিপিএম