Municipal Elections 2022 Result: ‘দায়িত্ব বাড়ল আরও’, প্রথম প্রতিক্রিয়ায় বললেন মমতা

Municipal Elections 2022 Result: কলকাতা পুরসভা ও চার পুরনিগমের পর ১০৮ পুরসভার লড়াইতেও নিরঙ্কুশ জয় তৃণমূলের।

Municipal Elections 2022 Result: 'দায়িত্ব বাড়ল আরও', প্রথম প্রতিক্রিয়ায় বললেন মমতা
কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2022 | 2:29 PM

কলকাতা : বিধানসভা নির্বাচনে তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় এলেও বিরোধী হিসেবে আসন সংখ্যা অনেকটাই বেড়েছিল বিজেপির। তবে পরপর তিন পুর নির্বাচনে কার্যত নিরঙ্কুশ জয় এসেছে ঘাসফুল শিবিরেই। কলকাতা পুরনিগমে গুটিকয়েক ওয়ার্ড বাদ দিতে সবকটিই এসেছে তৃণমূলের হাতে। পরে রাজ্যের বাকি চার পুরনিগমের নির্বাচনেও সবকটিতে জয়ী হয় তৃণমূল। আর এবার ১০৮ পুরসভার নির্বাচনেও একই ট্রেন্ড। ১০০-র বেশি আসনে জয়ী তৃণমূল। থাকাই খুলতে পারল না বিজেপি। সেই ফল প্রকাশের পর টুইটে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

পরপর দুটি টুইটে প্রতিক্রিয়া দিয়েছেন মমতা। প্রথমেই মা- মাটি- মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পুরভোটের সব প্রার্থীদের ধন্যবাদও জানিয়েছেন মমতা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, জয়ের সঙ্গে সঙ্গে বাড়ছে দায়িত্ব। জয় যেন আরও বেশি বিনয়ী করে তোলে, সেই বার্তাও দিয়েছেন তিনি।

তবে উল্লাস যেন মাত্রাছাড়া না হয়, সে ব্যাপারে আগেই সতর্ক করেছে তৃণমূল। দলীয় মুখপত্র জাগো বাংলায় উল্লেখ করা হয়েছে উল্লাস যেনা মাত্রা না ছাড়িয়ে যায়।

ঘাসফুল শিবিরের বার্তা, সাধারণ মানুষের জনজীবন যেন বিঘ্নিত না হয়। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় লেখা হয়েছে, ভোটের আগে এবং পরে বহু প্ররোচনা, হামলা সহ্য করতে হয়েছে। কোথাও বিরূপ মনোভাব মনের মধ্যে পুষে রাখবেন না। দলের কর্মী, নেতৃত্বকে আরও দায়িত্বশীল আরও সংবেদনশীল আরও সহনশীল হতে হবে বলেও বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Sritama Bhattacharjee: প্রথমবার লড়েই ‘মা’ এর ‘ঝিলিক’ হলেন কাউন্সিলর

আরও পড়ুন: Municipal Elections 2022 Counting: শান্তিকুঞ্জের নীরবতা ভাঙছে তৃণমূলের জয়ধ্বনি! ‘গৃহবন্দি’ শুভেন্দু-শিশির