Medinipur Municipal Elections 2022: অসন্তোষের আঁচেই দেওয়াল লিখনে জোর তৃণমূলের, টেক্কা দিতে প্রার্থীর নাম ছাড়াই পদ্মের ছবি পাঁচিলে
Medinipur Municipal Elections 2022:প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল দিখতে ব্যস্ত বিজেপি কর্মীরাও। এক কথায় ঘাটাল পৌর এলাকায় প্রচারে অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি।
পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের প্রার্থী বিক্ষোভের মাঝে বিজেপিকে পিছনে ফেলে পৌর নির্বাচনে প্রচারে এগিয়ে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস। শুরু হয়েছে প্রার্থীর নামে দেওয়াল লেখন।
নির্বাচন কমিশন পৌর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দলগুলি শুরু করেছে তাদের প্রার্থী তালিকা ঘোষণার কাজ। ঘাটাল পৌরসভা ১৭ টি ওয়ার্ড। তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে ঘাটাল পৌরসভা। ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। অপরদিকে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট ও কংগ্রেস।
প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীদের নাম লিখে দেওয়াল ‘লড়াইয়ের প্রস্তুতি’ শুরু করেছেন কর্মীরা। এখনও পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় প্রচারে অনেকটাই পিছিয়ে রয়েছে পদ্ম শিবির। প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখতে ব্যস্ত বিজেপি কর্মীরাও। এক কথায় ঘাটাল পৌর এলাকায় প্রচারে অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি।
ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ২০১৬ পৌর নিরবাচনে ১০ ওয়ার্ডে জয়ী তৃণমূল। সিপিএমের ১ টি ওয়ার্ড। কংগ্রেস ১ টি ওয়ার্ড। নির্দল প্রাথী পাঁচটি ওয়ার্ডে জয়লাভ করেছিলেন। ঘাটাল পৌরসভা বোর্ড গঠন করে তৃণমূল। পরবর্তী সময়ে সিপিএমের একজন প্রার্থী-সহ নির্দল চার প্রার্থী তৃণমূলে যোগদান করেন।
গত বিধানসভা নির্বাচনে ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে আটটি ওয়ার্ডে এগিয়ে থাকে তৃণমুল। ৮ টি ওয়ার্ডে এগিয়ে থাকে বিজেপি। একটি ওয়ার্ডে ট্রাই হয়। এখন দেখার বিধানসভার নিরিখে নিজেদের ভোট কতটা ধরে রাখতে পারে।
উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বকেয়া ১০৮ টি পৌরসভার নির্বাচন। শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। কার্যকর করা হয়েছে তৃণমূলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতি। পুরভোটে টিকিট পাননি কোনও বিধায়ক। তবে বিধায়কের মনোনীত তালিকার ওপর প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে, পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ চলছে তৃণমূলের। কখনও প্রার্থী তালিকা নিয়ে সন্তুষ্ট নন বিধায়ক, কখনও আবার স্থানীয় তৃণমূল কর্মীরা। কোথাও রাস্তা অবরোধ করে কোথাও আবার টায়ার জ্বালিয়ে কোথাও মিছিল করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা।
প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় অসন্তোষের ছবি প্রকাশ্যে এসেছে। উঠছে স্লোগান, চড়ছে বিদ্রোহের সুর। তবে বিক্ষুব্ধদের পাশে সরিয়েই দেওয়াল লিখন, প্রচারের মধ্যে দিয়েও চলছে জোরকদমে লড়াইয়ের প্রস্তুতি।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা