UP Elections : ‘ভাইয়ের জন্য জীবনও দিতে পারি’, গান্ধী পরিবারের ‘ফাটল তত্ত্ব’ উড়িয়ে অকপট প্রিয়ঙ্কা

Priyanka Gandhi : কিছুদিন আগেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, প্রিয়ঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর মধ্যে "ফাটল" কংগ্রেসের পতন ঘটাবে। যোগীর সেই আক্রমণেরও পাল্টা রবিবার দিয়ে রাখলেন প্রিয়ঙ্কা গান্ধী।

UP Elections : 'ভাইয়ের জন্য জীবনও দিতে পারি', গান্ধী পরিবারের 'ফাটল তত্ত্ব' উড়িয়ে অকপট প্রিয়ঙ্কা
প্রিয়ঙ্কা গান্ধী ও রাহুল গান্ধীর মধ্যে সম্পর্ক কেমন? স্পষ্ট করলেন কংগ্রেস নেত্রী (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 3:44 PM

নয়াদিল্লি: “ভাইয়ের জন্য আমি আমার জীবনও দিতে পারি এবং সেও আমার জন্য তাঁর জীবন দিতে পারে।” রবিবার এমনটাই বলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। জমে উঠেছে উত্তর প্রদেশের ভোটের (Uttar Pradesh Assembly Election 2022) খেলা। উল্লেখ্য, বিজেপির তরফ থেকে বিগত কয়েকদিন ধরেই অভিযোগ তোলা হচ্ছিল। বলা হচ্ছিল ভাই-বোনের মধ্যে ( রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর মধ্যে এক দ্বন্দ্বের বাতাবরণ তৈরি হয়েছে। রবিবার সেই সব অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে রাহুল ও তাঁর সম্পর্ককে অটুট বন্ধনের কথাই তুলে ধরার চেষ্টা করলেন প্রিয়ঙ্কা। সেই সঙ্গে গান্ধী পরিবারের সংঘাতের প্রশ্নে তাঁর সাফ জবাব,”সংঘাত কোথায়!” কিছুদিন আগেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, প্রিয়ঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর মধ্যে “ফাটল” কংগ্রেসের পতন ঘটাবে। যোগীর সেই আক্রমণেরও পাল্টা রবিবার দিয়ে রাখলেন প্রিয়ঙ্কা গান্ধী।

যোগীকে পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রিয়ঙ্কা

সোমবারই উত্তর প্রদেশের দ্বিতীয় দফার ভোট। তার আগে প্রিয়ঙ্কা হাসিমুখে গান্ধী পরিবারের ফাটল ধরার সেই যুক্তির মোড় ঘুরিয়ে দিয়ে বলেন, “দ্বন্দ্বটি আসলে রয়েছে যোগী আদিত্যনাথের মনে। মনে হচ্ছে তিনি এই কথা বলছেন বিজেপিতে, তাঁর (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদিজি এবং (কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী) অমিত শাহর মধ্যে ফাটলের কারণে।” উত্তর প্রদেশের নির্বাচনী প্রচারের হেলিকপ্টারে বসেই এই জবাব দেন কংগ্রেস নেত্রী। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী এবার উত্তর প্রদেশের বিধানসভা ভোটের দায়িত্বে রয়েছেন। দিল্লি দখলের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধানসভা নির্বাচনের প্রচারে একেবারে সামনের দিক থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রিয়ঙ্কা।

উত্তর প্রদেশ দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন প্রিয়ঙ্কা

সাম্প্রতিক কালে তাঁর রাজনৈতিক সমাবেশ থেকে শুরু করে লড়কি হুঁ লড় সকতি হুঁ-এর মতো প্রচার অভিযানের যথেষ্ট সারা পেয়েছেন। তবে এবারের নির্বাচনে তাঁর লড়াইটা মোটেই খুব একটা সহজ নয়। এবারের নির্বাচনে তাঁকে সরাসরি লড়তে হচ্ছে ক্ষমতাসীন শাসকদল বিজেপি এবং অন্যতন প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির সঙ্গে। বিশেষ করে সাম্প্রতিক কালে উত্তর প্রদেশে যে গতি উন্নয়নের বহর দেখা গিয়েছে, তা প্রিয়ঙ্কার জন্য লড়াইটা আরও কঠিন করে তুলেছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। গত মাসে এমনও একটা জল্পনা ছড়িয়েছিল যে উত্তর প্রদেশের নির্বাচনে কংগ্রেসের হয়ে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে পারেন তিনিই। যদিও প্রিয়ঙ্কা নিজেই সেই সব জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা