আলিয়া ভাট, দিন-রাত বর্তমানে এই নামটি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে। কখনও ছবির ছবির বা ব্রহ্মাস্ত্রের লুক, কখনও আবার বিয়ের প্রস্তুতি ঘিরে জল্পনা তুঙ্গে। আলিয়া ভাট মানেই এখন লাইম লাইটে।
কাপুর পরিবারের হবু পুত্রবধূ। গোপনে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। সম্পর্ক নিয়ে তেমন কোনও রাখ ঢাক না রাখলেও বিয়ে নিয়ে কোনও উচ্চবাচ্চাই নেই সেলেবস্টারের। তবে কাপুর পরিবারের পাত্রীর প্রশংসায় পঞ্চমুখ বর্তমানে নেটপাড়া।
একদিকে আরআরআর, গাঙ্গুবাই, ব্রহ্মাস্ত্র সব মিলিয়ে আলিয়া ভাট এখন বি-টাউনের কেন্দ্রে, রিল থেকে রিয়েল লাইফে যাঁর দাপট বর্তমান, তাঁরই জীবনে রয়েছে এক গোপন সত্যি, গোপন ভয়। অনেকেরই হয়তো তা অজানা।
নিজেই আলিয়া ভাট এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি রীতিমত ভয় পান অন্ধকারে। বরাবরই আলিয়া ভাট ঘরে আলো জ্বেলেই ঘুমতে যান। অন্ধকারে একা থাকেনও না তিনি।
এই ভয়কে বলা হয় ন্যাক্টো ফোবিয়া। সাধারণত এই ধরণের অ্যাংজাইটিতে রাতের ভয় কাজ করে। সাধারণত ৬ থেকে ১২ বছরের মধ্যে থাকা শিশুদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।
ছোট থেকেই এই সমস্যা সঙ্গে নিয়ে লড়াই করছেন আলিয়া ভাট। অভিনয় কেরিয়ারে এখনও এমন কোনও চ্যালেঞ্জের মুখে তাঁকে পড়তে হয়নি, যার ফলে তাঁকে এই সমস্যার সম্মুখীন হতে হয়।