Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia-Ranbir Wedding: করিনা-করিশ্মা থেকে শুরু করে সোনি রাজদান, রালিয়ার বিবাহ আসরে সেলেবদের ঢল

Viral Video: আলিয়া রণবীরের বিয়েতে করিনা-করিশ্মা, সোনি রাজধান, একাধিক ভিডিয়োতে ভাইরাল সেলিব্রেশন।

Alia-Ranbir Wedding: করিনা-করিশ্মা থেকে শুরু করে সোনি রাজদান, রালিয়ার বিবাহ আসরে সেলেবদের ঢল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 14, 2022 | 7:47 AM

বিয়ের পিঁড়িতে আলিয়া রণবীর, সেজে উঠেছে কাপুর ভিলা, গত কয়েকদিন ধরেই বিয়ে ঘিরে জল্পনা তুঙ্গে। তবে না, এবার আর জল্পনা নয়, সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। একের পর এক সেলেবদের আনাগোনা। সোনি রাজধান থেকে শুরু করে করিনা কাপুর, করিশ্মা কাপুর, একে একে সেলেব মহলের ভিড়ে জমে উঠেছে বিবাহ আসর। আর পাপরাজিৎদের ক্যামেরায় সেই সকল ভিডিয়ো ফ্রেমবন্দি। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে ওঠা হলদি সেরিমনির সাজ। নয়া লুকে বারে বারে ধরা দিচ্ছেন পরিবারের বিভিন্ন সদস্যরা। আর তার জেরেই বাড়ির বাইরের এলাকাতে ভিড়। তবে দেখা মিলছে না নব দম্পতির। এক ঝলক আলিয়া-রণবীরকে দেখার অপেক্ষায় এখন প্রহর গুণছে ভক্তমহল।

সাদা লেহেঙ্গা পরে হলদি অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় করিনা কাপুরকে। হলুদ পোশাকে ভাইরাল করিশ্মা কাপুর। ঝড়ের গতীতে ভাইরাল হলেন সোনি রাজধানও। স্পষ্ট ক্যামেরাতে ধরা পড়ল তাঁর হাতের মেহেন্দি। স্টারকাস্টের বিয়ে ঘিয়ে গত তিন সপ্তাহ ধরে জল্পনা তুঙ্গে। আলিয়া-রণবীরের বিয়ে বলে কথা।

দীর্ঘ তিন বছর ধরে অপেক্ষায় দিনগোনা ভক্তমহলের মনে কৌতুহলের পারদ তুঙ্গে। একের পর এক ছবি প্রকাশ্যে আসা মাত্রই তা ঝড় তোলে নেট দুনিয়ায়। কখনও শপিং, কখনও আবার স্কিন কেয়ারে ব্যস্ত রণবীর। বিয়ের সানাই বাজছে, এই খবর নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু কবে, এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট, ১৩ থেকে শুরু হবে বিভিন্ন আচার অনুষ্ঠান। ১৪ এপ্রিল চার হাত এক।

মিড ডে-তে প্রকাশিত হওয়া একটি রিপোর্ট অনুযায়ী, আলিয়ার ভাটের কাকা রবিন ভাট গতকালই জানিয়ে ছিলেন, তাঁর কাছে থাকা খবর অনুযায়ী ১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। এতেই জল্পনা তুঙ্গে উঠেছিল বুধবার। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া খবর অনুযায়ী তবে কি রাত পোহালেই বিয়ে! হ্যাঁ, সেই খবরই সত্যি। এবার তেমনটাই স্পষ্ট, আজই নব বরকনের সাজে ধরা দিতে চলেছেন এই সেলেব জুটি।

আরও পড়ুন- Viral News: ‘চা বানাতে বানাতে যদি কেউ প্রধানমন্ত্রী হয়, নাচতে নাচতে আমি অভিনেত্রী হতে পারব না!’ বিস্ফোরক রাখী

আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড

আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা