Bollywood Gossip: সংসারে কার রাজত্ব! নিতুর না আলিয়ার, বিয়ের পর প্রথম দিনই কাপুর পরিবারে শাশুড়ি-বউমা রহস্য ফাঁস

Ranbir Kapoor: Ranbir Kapoor: কখনও মেহেন্দি কখনও বিয়ের লুক যেমন একদিকে ভাইরাল, ঠিক তেমনই অন্যদিকে বিয়ে ঘিরে নানা জল্পনা নানা গসিপ ভাইরাল এবার নেট দুনিয়ার পাতায়।

Bollywood Gossip: সংসারে কার রাজত্ব! নিতুর না আলিয়ার, বিয়ের পর প্রথম দিনই কাপুর পরিবারে শাশুড়ি-বউমা রহস্য ফাঁস
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 1:09 PM

বড় পছন্দের মেয়ে আলিয়া, এমনটাই বারে বারে জানিয়েছে কাপুর পরিবারের সদস্যরা। তবে বিয়ের আগে এই প্রসঙ্গে যতই জল্পনা থাকুক না কেন, বিয়ের পরই আসর রূপটা সকলের সামনে উঠে আসতে দেখা যায়। এবারও ঠিক তাই হল। আলিয়াকে যতই ডল বলে ডাকুক না কেন, তিনি বারে বারে যতই প্রকাশ্যে ভালবাসা জানান না কেন, কোথাও গিয়ে যেন ভক্তরা মুখিয়ে রয়েছে আসর রহস্য জানার অপেক্ষায়। ঠিক কোন কোন ছকে বেঁধে সম্পর্ক ঘিরে নয়া গসিপ করা যায়, তারই একটা সুযোগের অপেক্ষায় এবার জল ঢেলে দিল খোদ কাপুর পরিবার। কাপুর পরিবারের সমীকরণ রাতারাতি গেল পাল্টে। বাড়িতে বউ আসা মানেই সংসারে অনেক রদবদল ঘটার পালা।

এক্ষেত্রে সাধারণত দুই বিষয় দেখা যায়, হয় শাশুড়ির জয়, নয় বউমার দাপট, দুই ক্ষেত্রে একজনেরই হাতে থাকে সংসারের হাল। এবার কাপুর পরিবারে গিয়ে কি সহজে নিজের জায়গা করে নিতে পারবে আলিয়া! সংসার কাঁধে তোলার মত সুযোগ কি তিনি পাবেন! না, বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাঁকে। এবার কাপুর পরিবারের অন্দরমহল থেকে খবর হল ফাঁস। বাড়িতে পা রাখতে না রাখতেই দায়িত্ব ছাড়লেন নিতু কাপুর। তিনি জানালেন, পরিবারের ভার বা সংসারের দায়িত্ব সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে আলিয়া ভাটের ওপরেই। তাই বঞ্চিত নয়, বরং প্রথম দিনই ভরসার জায়গা তৈরি করে নিয়ে গুরুদায়িত্ব পেলেন আলিয়া ভাট।

বর্তমানে এমনই নানা খবর ছড়িয়ে পড়ছে অন্দরমহলে। কখনও মেহেন্দি কখনও বিয়ের লুক যেমন একদিকে ভাইরাল, ঠিক তেমনই অন্যদিকে বিয়ে ঘিরে নানা জল্পনা নানা গসিপ ভাইরাল এবার নেট দুনিয়ার পাতায়। যেখানে বারে বারে উঠে এসেছে এমনই খবর, যা স্পষ্টই সকলের মনে জায়গা করে নিচ্ছে। এখন দেখার বিষয় এই জুটির বিবাহ অভিযান কতটা হিট হয়।

আরও পড়ুন- Viral Video: কাক বা বাঁদরের লক্ষ্যে করণ-তেজস্বী! মজার ভিডিয়োতে ভাইরাল টেলি দুনিয়াস্টার

আরও পড়ুন- Bollywood Controversy: বাবার সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে পূজা, ২১ বছরের দিদির সঙ্গে মায়ের বিরোধ, আলিয়ার অন্দরমহলের কাহিনী

আরও পড়ুন-  Jersey: ‘ঘাম রক্ত চোখের জল ঝরিয়ে তৈরি জার্সি’, ঝুঁকি নিতে নারাজ শাহিদ কেজিএফ-২ কম্পিটিশন নিয়ে কী বললেন