অতীত পিছনে ফেলে ‘চেহরে’র প্রচারে অমিতাভের সঙ্গে একই মঞ্চে থাকবেন রিয়া?

মার্চ মাসে মুক্তি পেয়েছিল ছবিটির ট্রেলার। কিন্তু তাতে রিয়ার উপস্থিতি হাতে গোনা কয়েক সেকন্ড। সুশান্ত কাণ্ডের ঝড়, নাকি অন্য কারণ– ঠিক কী জন্য রিয়ার উপস্থিতি এত কম ‘চেহরে’র ট্রেলারে?

অতীত পিছনে ফেলে 'চেহরে'র প্রচারে অমিতাভের সঙ্গে একই মঞ্চে থাকবেন রিয়া?
দেখা যাবে রিয়াকে?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2021 | 3:57 PM

ঠিক ছিল এপ্রিল মাসের ৯ তারিখ মুক্তি পাবে রুমি জাফরি পরিচালিত ছবি চেহরে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সেই প্ল্যান গিয়েছে ভেস্তে। এ দিকে ছবির নির্মাতারাও ওটিটিতে ছবি মুক্তির কথা এই মুহূর্তে ভাবছেন না। অতঃপর অপেক্ষা…এই ছবিতে অমিতাভ বচ্চন এবং ইমরান হাসমির পাশাপাশি দেখা যাবে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। সুশান্ত কাণ্ডের পর এই ছবি দিয়েই আবার টিনশেল টাঊনে কামব্যাক হবে রিয়ার। পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু হবে ছবির প্রমোশন। কিন্তু প্রশ্ন হল, রিয়াকে কি এই প্রমোশনের অংশ করবে ছবির পরিচালক-প্রযোজক?

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ছবির প্রযোজক আনন্দ পন্ডিত এই ব্যাপারে মুখ খুলেছেন। তাঁর কথায়, “ছবির প্রচারে কাকে কাকে দরকার তা আমাদের টিম ঠিক করবে। আমার মনে হয় না অমিতাভ বচ্চন এবং ইমরান হাসমি থাকলে প্রচারে আর কাউকে দরকার আছে বলে।” তিনি আরও যোগ করেন, “আমি চাইনা কমার্শিয়াল লাভের জন্য রিয়ার এই অবস্থাকে ব্যবহার করতে। যদি ও মনে করে ও থাকতে চায় থাকবে। যদি ও মনে করে ও থাকতে চায় না, ঠিকাছে…”।

আরও পড়ুন- ‘পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই…’, নুসরতের মা হওয়ার খবরে মুখ খুললেন তসলিমা

 

মার্চ মাসে মুক্তি পেয়েছিল ছবিটির ট্রেলার। কিন্তু তাতে রিয়ার উপস্থিতি হাতে গোনা কয়েক সেকন্ড। সুশান্ত কাণ্ডের ঝড়, নাকি অন্য কারণ– ঠিক কী জন্য রিয়ার উপস্থিতি এত কম ‘চেহরে’র ট্রেলারে? সে প্রসঙ্গে এর আগে পরিচালক রুমি জাফরি বলেছিলেন, “প্রথম থেকেই রিয়াকে প্রমোশনের শেষের অংশেই রাখার কথা ছিল”। রুমি জানান, চেহরেতে রিয়ার চরিত্রটি ছোট। তাই সুশান্ত কাণ্ড না হলেও রিয়াকে ট্রেলারে এখন যতটা দেখা যাচ্ছে তখনও ততটাই দেখা যেত। রুমি আরও বলেন, “কোনও কিছু প্রমাণ করার জন্য তো রিয়ার স্ক্রিন প্রেজেন্স আমরা ইচ্ছাকৃত ভাবে দীর্ঘ করতে পারি না।”