Salman Khan: ফের কোর্টে সলমনের সাংবাদিক মারধরের ঘটনা, ভাইজানের সময়টা ভাল না!
Court Case: করোনার কারণে অনেকদিনই পিছিয়েছিল এই মামলা। খুশি সেই সাংবাদিকও।
খারাপ সময় যাচ্ছে সলমন খানের। একদিকে যেমন কৃষ্ণসার হরিণহত্যা মামলাটি পুনরায় রাজস্থান আদালতে উঠেছে। তেমনই অন্যদিকে সাংবাদিক মারধরের ঘটনায় সমন পেলেন তিনি। ২০১৯ সালের ঘটনা। মুম্বইয়ের রাস্তায় সাইকেল চালানোর সময় তাঁর ছবি তুলতে গেলে তিনি আর তাঁর নিরপত্তারক্ষীরা সাংবাদিককে মারধর করেন বলেই অভিযোগ ছিল। অভিযোগ এনেছিলেন সাংবাদিক অশোক পাণ্ডে।
ভারতীয় দণ্ডবিধি অনুসারে ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের হয় মুম্বই ম্যাজিস্ট্রেট আদালতে। ২০১৯ সালের এপ্রিল মাসের ঘটনা। মুম্বইয়ের এক সাংবাদিক ও ক্যামেরার পিছনে তাঁর সহকর্মী সলমনের ছবি তুলতে গিয়েছিলেন। সে সময় ভাইজান সাইকেল চালাচ্ছিলেন। সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করতে গিয়েছিলেন সংবাদমাধ্যমের এই দুই কর্মী। সলমনের দেহরক্ষীদের থেকে অনুমতি নিয়েই ছবি তুলতে গিয়েছিলেন তাঁরা। তেমনটাই দাবি সাংবাদিক অশোক পাণ্ডের।
সলমনের ভিডিয়ো তোলার সময়তেই বিপত্তি ঘটে। সমলন নাকি মারাত্মক রেগে গিয়েছিলেন। দেহরক্ষীদের তাঁদের ধাক্কা দিয়ে বের করার নির্দেশও নাকি দিয়েছিলেন। অশোকের আরও দাবি, তাঁর ফোনও নাকি কেড়ে নেওয়া হয়েছিল সেসময়।
এই ঘটনার পর অপমানিত আশোক ও তাঁর সহকর্মী মুম্বইয়ের ডিএন নগর পুলিশ স্টেশনে নালিশ জানাতে গিয়েছিলেন। কিন্তু তাঁদের নালিশ তৎক্ষণাৎ গ্রহণ করেনি পুলিশ। বলেছিল, তেমন কিছুই নাকি ঘটেনি।
ম্যাজিস্ট্রেট আরআর খান বলেছেন, “ডিএন পুলিশ স্টেশনে তদন্তের জন্য মামলা দায়ের হয়। মামলা দায়ের হয় সিআরপিসি ২০২ ধারায়। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা হয়েছে সলমনের বিরুদ্ধে।”
করোনার কারণে অনেকদিনই পিছিয়েছিল এই মামলা। সাংবাদিক অশোক পাণ্ডেও খুশি হয়েছেন, যে এতদিন পর আদালতে মামলাটি ফের উঠেছে।
আরও পড়ুন: Godhuli Alap: অসমবয়সি প্রেম দর্শকের ভাল না লাগলে কী পাল্টাবে ‘গোধূলি আলাপ’-এর গল্প, পরিচালক বললেন…
আরও পড়ুন: Bagtui Massacre: বগটুইকাণ্ডে চাঁচাছোলা প্রতিক্রিয়া বাংলার সঙ্গীত ও শিল্পমহলের.. উগড়ে দিলেন ক্ষোভ