‘ফাইটার’-এর হাত ধরে যাত্রা শুরু হৃত্বিক-দীপিকার
ক্যাপশনে হৃত্বিক লিখেছেন, 'টেকঅফের জন্য গোটা গ্যাং প্রস্তুত'। হ্যাশট্যাগে লিখেছেন, 'ফাইটার'।
প্রথমবার কোনও ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন। ছবির নাম ‘ফাইটার’। অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি। হৃত্বিক অভিনীত ব্লকবাস্টার ‘ওয়ার’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দই এই ছবির ক্যাপটেন অফ দ্য শিপ। তাই ওয়ারের রেশকে জিইয়ে রেখেই তৈরি হচ্ছে ফাইটার। তবে আরও বড় ধামাকার সঙ্গে আসছে এই ছবি। বলি অন্দরের অনেকেই মনে করছেন, ওয়ারের সব রেকর্ড ভেঙে দেবে ‘ফাইটার’। তাক লাগাবে এই ড্রিম প্রজেক্ট। ছবির কাস্টের নাম সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। যে জুটিকে দর্শক আগে কখনও দেখেননি, তার জন্য আলাদা উচ্ছ্বাস থাকাটা স্বাভাবিক বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুন: দিলীপ কুমারের শেষ যাত্রায় কান্নায় ভেঙে পড়েছেন সায়রা বানু, ভাইরাল হল ছবি
এদিকে দীপিকা, হৃত্বিক সহ ফাইটারের গোটা টিম এখন চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সেই প্রমাণ মিলেছে হৃত্বিকের সোশ্যাল মিডিয়াতেও। পরিচালক সিদ্ধার্থের সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন হৃত্বিক। ক্যাপশনে লিখেছেন, ‘টেকঅফের জন্য গোটা গ্যাং প্রস্তুত’। হ্যাশট্যাগে লিখেছেন, ‘ফাইটার’। আর তাতেই স্পষ্ট হয়েছে, টিম ফাইটার ছবির কাজ শুরু করে দিয়েছে।
View this post on Instagram
‘ফাইটার’ দেশের প্রথম এরিয়াল অ্যাকশন ছবি। একটু খোলসা করে বললে, আকাশে বাসাতে থাকবে যুদ্ধের সিকুয়েন্স। হলিউডের অ্যাকশন ছবিতে হামেশাই দেখা যায় এই ধরনের অ্যাকশনের দৃশ্য। এতেই বোঝা যাচ্ছে, ছবিটি হলিউডকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। গ্লোবাল দর্শকের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে ফাইটার। ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশল। পৃথিবীর বিভিন্ন লোকেশনে শুটিং হবে। হৃত্বিককে দেখা যাবে সম্পূর্ণ নতুন অবতারে। এক এয়ার ফোর্স অফিসারের চরিত্রে। ভারতীয় ফ্লেভারের মিশেলে থাকবে বীরত্ব, আত্মত্যাগ ও জাতীয়তাবাদের গাথা। আরও চমক, ছবিটি কেবল হিন্দিতে নয়, মুক্তি পাবে তামিল, তেলেগু, মালায়ালাম ভাষাতেও। ‘ফাইটার’ তৈরি হচ্ছে সিনেমা হলে রিলিজের কথা মাথায় রেখেই।