Kareena kapoor: আমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারত না: করিনা কাপুর

Kareena kapoor: করিনা সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি। করণ জোহার পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিল ২২ বছর আগে।

Kareena kapoor: আমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারত না: করিনা কাপুর
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 9:30 PM

কাপুর পরিবারের কন্যা বলে কথা, প্রথম করিশ্মা কাপুর তারপর করিনা কাপুর, বলিউডে দীর্ঘদিন রাজত্ব করে চলেছেন এই দুই। তবে কেরিয়ারে পাওয়া একাধিক বাঘাবাঘা চরিত্রের মাঝেও করিনা কাপুর খানের কাছে সেরার সেরা হয়ে রয়েছেন তাঁর ‘পু’-এর চরিত্রই। ‘কভি খুশি কভি গম’ ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান। ছবিতে প্রথম তাঁকে ভাবাই হয়নি। পরবর্তীতে নাম আসে করিনা কাপুর খানে। আর ছবি চলার ক্ষেত্রেও এই চরিত্র যেন এইএসপি হয়ে দাঁড়ায়। যেমন স্টাইল, তেমনই লুক, যেমন স্মার্টনেস তেমনই পোশাক, সব মিলিয়ে করিনা কাপুর খান যেন ১০০-তে ১০০।

সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন রাতারাতি। করণ জোহার পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিল ২২ বছর আগে। আর সেই ২২ বছর ধরেই বলিউডের আইকনিক চরিত্র আলোচিত। করণের হাত ধরে এমন অনেক চরিত্রই উঠে এসেছে বলিউডে। কখনও ‘সানায়া’ (স্টুডেন্ট অব দ্য ইয়ার), কখনও আবার ‘টিনা’ (কুছ কুছ হোতা হ্যায়) দর্শক মনে জায়গা করে নিয়েছে। তবে ‘পু’-এর কদরই যেন আলাদা। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী।

সম্প্রতি একটি জুতো প্রস্তুতকারী সংস্থার উদ্বোধনে উপস্থিত হন করিনা। সেখানেই তিনি বলেন, কেউ ‘পু’ করতে পারত না, আর কারও করা উচিতও নয়। করিনা কাপুরের কাছে যে এই চরিত্র গর্বের হয়ে রয়েগিয়েছে, তা এক কথায় প্রমাণ করে তাঁর এই মন্তব্য। ঝড়ের গতিতে ভাইরাল হয় করিনার এই মন্তব্য। সম্প্রতি করণ জোহরের জন্মদিনের থিম পার্টিতে একাধিক অভিনেত্রীকে পু সাজতে দেখা যায়। ‘কভি খুশি কভি গম’-এর বর্যপূর্তীতেও দেখা মেলে এই চরিত্রকে কেন্দ্র করে রিল বানাচ্ছেন জাহ্নবী কাপুর ও সারা আলি খান।