দেখুন গ্যালারি: প্রথম মৃত্যুবার্ষিকীতে কাছের মানুষদের সোশ্যাল পোস্টে রয়ে গেল ‘ভাল থেকো সুশান্ত’

সরল, সাধাসিধে, হাসি মাখা মুখখানি আজও থেকে গিয়েছে মানুষের মনে। মৃত্যুর এক বছর পেরনোর পরও আজও বিষণ্ণতায় দিন কাটাচ্ছে সুশান্তের বন্ধু থেকে সহশিল্পীরা। ফিরে ফিরে আসছে তাঁদের মনে সুশান্ত স্মৃতি। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁদের পোস্টে বারবার ফিরে ফিরে আসছে সুশান্ত সিং রাজপুত।

| Edited By: | Updated on: Jun 14, 2021 | 6:11 PM
‘কিছুই আর এক রকম মনে হয় না। তোমার ফেলে রাখা শূন্যতা এখনও রয়ে গেছে। আশা করি তোমার সঙ্গে আবার দেখা হবে দেখব। মিস ইউ ভাই’—মুকেশ ছাবড়া (‘দিল বেচারা’ পরিচালক)

‘কিছুই আর এক রকম মনে হয় না। তোমার ফেলে রাখা শূন্যতা এখনও রয়ে গেছে। আশা করি তোমার সঙ্গে আবার দেখা হবে দেখব। মিস ইউ ভাই’—মুকেশ ছাবড়া (‘দিল বেচারা’ পরিচালক)

1 / 7
‘তোমাকে মিস করি, তোমার প্রশ্ন এবং আমরা যা নিয়ে কথা বলেছিলাম তার সব কিছুকে। তারা থেকে শুরু করে সব অজানা কিছু, তুমি আমাকে এমন এক বিশ্ব দেখিয়েছিলে যা আমি আগে কখনও দেখিনি। আশা করি তুমি তোমার শান্তি পেয়েছ, আমার কৌতূহলী মিষ্টি সুশান্ত সিং রাজপুত...ওম শান্তি’—ভূমি পেডনেকার (‘সোনচিঁড়িয়া’, সহ-অভিনেত্রী)

‘তোমাকে মিস করি, তোমার প্রশ্ন এবং আমরা যা নিয়ে কথা বলেছিলাম তার সব কিছুকে। তারা থেকে শুরু করে সব অজানা কিছু, তুমি আমাকে এমন এক বিশ্ব দেখিয়েছিলে যা আমি আগে কখনও দেখিনি। আশা করি তুমি তোমার শান্তি পেয়েছ, আমার কৌতূহলী মিষ্টি সুশান্ত সিং রাজপুত...ওম শান্তি’—ভূমি পেডনেকার (‘সোনচিঁড়িয়া’, সহ-অভিনেত্রী)

2 / 7
‘তোমার সঙ্গে প্রতিটি মুহুর্তের কথা মনে পড়ছে  সুশান্ত ...স্মৃতি কখনও ম্লান হয় না।‘—শাশ্বত চট্টোপাধ্যায় (‘দিল বেচারা’, সহ-অভিনেতা)

‘তোমার সঙ্গে প্রতিটি মুহুর্তের কথা মনে পড়ছে সুশান্ত ...স্মৃতি কখনও ম্লান হয় না।‘—শাশ্বত চট্টোপাধ্যায় (‘দিল বেচারা’, সহ-অভিনেতা)

3 / 7
‘নিজের দেনা তো শোধ করে দিলে, আমায় একলা ছেড়ে গেলে বিহারে’—রণবীর শোরে (‘সোনচিঁড়িয়া’, সহ-অভিনেতা)

‘নিজের দেনা তো শোধ করে দিলে, আমায় একলা ছেড়ে গেলে বিহারে’—রণবীর শোরে (‘সোনচিঁড়িয়া’, সহ-অভিনেতা)

4 / 7
‘চিরকালের শূণ্যতা।‘—সঞ্জনা সাঙ্ঘভি (‘দিল বেচারা’, সহ-অভিনেত্রী)

‘চিরকালের শূণ্যতা।‘—সঞ্জনা সাঙ্ঘভি (‘দিল বেচারা’, সহ-অভিনেত্রী)

5 / 7
‘তোমায় আজীবন মনে পড়বে।’—জ্যাকলিন ফার্নান্ডেজ  (‘ড্রাইভ’, সহ-অভিনেত্রী)

‘তোমায় আজীবন মনে পড়বে।’—জ্যাকলিন ফার্নান্ডেজ (‘ড্রাইভ’, সহ-অভিনেত্রী)

6 / 7
‘যখনই আমার সাহায্যের, পরামর্শ বা হাসির দরকার ছিল তুমি সব সময় সেখানে ছিলে। তুমি আমাকে অভিনয়ের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছ, আমাকে বিশ্বাস করিয়েছ যে স্বপ্ন সত্যি হয়, এবং আমার যা আজ আছে তা আমাকে তুমি দিয়েছ। তুমি  চলে গেছ, কিন্তু তাও এটা বিশ্বাস করতে পারছি না। কিন্তু যতবার আমি তারা, সূর্যোদয় কিংবা চাঁদ দেখব আমি জানি তুমি এখানে আছো। কেদারনাথ থেকে অ্যান্ড্রোমেডা’—সারা আলি খান (‘কেদারনাথ’, সহ-অভিনেত্রী)

‘যখনই আমার সাহায্যের, পরামর্শ বা হাসির দরকার ছিল তুমি সব সময় সেখানে ছিলে। তুমি আমাকে অভিনয়ের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছ, আমাকে বিশ্বাস করিয়েছ যে স্বপ্ন সত্যি হয়, এবং আমার যা আজ আছে তা আমাকে তুমি দিয়েছ। তুমি চলে গেছ, কিন্তু তাও এটা বিশ্বাস করতে পারছি না। কিন্তু যতবার আমি তারা, সূর্যোদয় কিংবা চাঁদ দেখব আমি জানি তুমি এখানে আছো। কেদারনাথ থেকে অ্যান্ড্রোমেডা’—সারা আলি খান (‘কেদারনাথ’, সহ-অভিনেত্রী)

7 / 7
Follow Us: