দেখুন গ্যালারি: প্রথম মৃত্যুবার্ষিকীতে কাছের মানুষদের সোশ্যাল পোস্টে রয়ে গেল ‘ভাল থেকো সুশান্ত’
সরল, সাধাসিধে, হাসি মাখা মুখখানি আজও থেকে গিয়েছে মানুষের মনে। মৃত্যুর এক বছর পেরনোর পরও আজও বিষণ্ণতায় দিন কাটাচ্ছে সুশান্তের বন্ধু থেকে সহশিল্পীরা। ফিরে ফিরে আসছে তাঁদের মনে সুশান্ত স্মৃতি। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁদের পোস্টে বারবার ফিরে ফিরে আসছে সুশান্ত সিং রাজপুত।
Most Read Stories