Ranveer Singh: ‘ছবি না কাঁদালে পয়সা ফেরত’, জয়েসভাই জোরদার নিয়ে গ্যারেন্টি দিলেন রণবীর সিং

Jayeshbhai Jordaar: এবার আর কোনও ঝুঁকি নয়, ছবি নিয়ে নিজেই গ্যারান্টি দিলেন রণবীর সিং, আসছে জয়েসভাই জোরদার।

Ranveer Singh: 'ছবি না কাঁদালে পয়সা ফেরত', জয়েসভাই জোরদার নিয়ে গ্যারেন্টি দিলেন রণবীর সিং
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2022 | 8:32 AM

৮৩ এক কথায় এক অনবদ্য ছবি, একদিকে সাধারণ মানুষের যেমন পরতে-পরতে আবেগ জড়িয়ে ছিল এই ছবির সঙ্গে, ঠিক তেমনভাবেই এই ছবির প্রতিটা ধাপে ধাপে নিজেকে প্রমাণ করেছেন রণবীর সিং। তবে করোনার কোপে পড়ে এই ছবি বক্স অফিসে সেভাবে ফল করতে পারেনি। ছবির মধ্যে প্রতিটা বিষয় এতটাই যত্ন নিয়ে দেখানো হয়েছিল, কিন্তু পরিস্থিতির শিকার রণবীর। তাই আগামী ছবি নিয়ে এবার বেজায় আশাবাদী তিনি।

রণবীর সিং, আলাদা করে নিজেকে আর প্রমাণ করার প্রয়োজন মনে করেন না তিনি, কারণ ইতিমধ্যেই একাধিক চরিত্রের শেডে তিনি যেভাবে নিজেকে ভেঙে গড়েছেন, তা বারে বারে প্রশংসার ঝড় তোলে। কোথাও গিয়ে যেন সেই চেনা ছন্দের ছক ভেঙেই এবার আসতে চলেছে জয়েস ভাই জোরদার। সম্প্রতি ইটামসের প্রশ্নে তিনি জানান, এই ছবিটি এমন, যদি আপনার চোখে জল না আনে, তবে পয়সা ফেরত। এই ছবিতে একজন গুজরাতির ভূমিকায় দেখা যাবে তাঁকে। সমাজের বিভিন্ন প্রথা ও পরিস্থিতি নিয়ে যেখানে তাঁকে প্রতিবাদ করতেও দেখা যাবে। তবে সব মিলিয়ে এই ছবির মধ্যে আবেগ মানুষের মন ছোঁবে বলে বিশ্বাস রণবীর সিং-এর। এই ছবির লুক সামনে এসেছিল বহু আগে। করোনা পরিস্থিতির জন্য স্থগিত হয়ে গিয়েছিল কাজ।

তবে বর্তমানে তা মুক্তির জন্য তৈরি। আগামী ১৩ মে মুক্তি পাবে রণবীর সিং অভিনীত ছবি জয়েসভাই জোরদার ছবিটি। ছবিটি ফেব্রুয়ারি মাসেই মুক্তির কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কথা ভেবে তা পিছিয়ে দেওয়া হয়। এরপর সার্কাস ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকবেন রণবীর সিং। সিম্বার পর আবারও তিনি জোট বাঁধছেন পরিচালক রোহিত শেট্টির সঙ্গে। বর্তমানে তিনি জয়েসভাই জোরদার ছবির প্রমোশনেই ফোকাস করে রয়েছেন। ৮৩ সেভাবে বক্স অফিসে আয় করতে না পাড়ায়, তিনি তাঁর আগামী ছবি নিয়ে কোনও ঝুঁকি নিতেই রাজি নন। তাই আগে থেকে ভক্তদের নিজেই গ্যারিন্টি দিলেন ছবি নিয়ে।