Taapsee Pannu: ‘হিরো কে!’ সিনেমাকে এই চোখে বিচার করা বন্ধ হওয়ার আশায় তাপসী
Bollywood Controversy: একটা ছবিতে একজন সুপারস্টার থাকলেই কি সেই ছবি ব্যবসা ভাল করবে! ভাল আয় করবে! বিষয়টা মোটেও এমন নয়।
তাপসী পান্নু, বরাবরই তিনি বলিউডে এক অন্যসুরে কথা বলে এসেছেন। বাণিজ্যিক ছবি তিনি পছন্দ করেন না বলাটা ভুল। কারণ খুঁজে দেখলে তিনি নিজেও বাণিজ্যিক ছবি করেছেন, তবে কী এই বাণিজ্যিক ছবি, তার মূল্যায়ণ করবে এবার কে! একটা ছবিতে একজন সুপারস্টার থাকলেই কি সেই ছবি ব্যবসা ভাল করবে! ভাল আয় করবে! বিষয়টা মোটেও এমন নয়। ভাল গল্পের ছবিও যে বক্স অফিসে ঝড় তুলতে পারে, একাধিকবার তা প্রমাণিত। সদ্য মুক্তি প্রাপ্ত ছবি দ্য কাশ্মীর ফাইলস যার জ্বল জ্যান্ত উদাহরণ।
আর এই প্রসঙ্গে বারে বারে মুখ খুলেছেন তাপসী পান্নু। হিরো ভিত্তি ছবি, যা এখনও দক্ষিণী দুনিয়ায় নজরে আসে, ধীরে ধীরে বলিউড থেকে সেই প্রথা বিলুপ্ত হওয়ার আশায় তাপসী পান্নু। তিনি আগেও বলেছেন, সম্প্রতি ইটাইমস-এর একটি সাক্ষাৎকারেও বলেন, আশা করবল মানুষ গল্প জানার চেষ্টা করবে এবং কোন হিরোর ছবি তা আর জানতে চাইবেন না। এই আশা নিয়ে আবারও সরব হতে দেখা গেল তাপসীকে। ভাল ছবি, চিত্রনাট্য নির্ভর ছবি, মানুষ যে বর্তমানে পছন্দ করছে, তার প্রমাণ মিলেছে একাধিকবার। অক্ষয় কুমারের ছবি মানেই তা বক্স অফিসে ঝড় তুলবে। কিন্তু দ্য কাশ্মীর ফাইলস-এর পাশে তা ফিকে হয়ে যায়।
আর এই দিনটির জন্যই যে চলছে অপেক্ষা। হিরো কেন, একটা ছবির প্রাণ কেন্দ্রে একটি হিরোইন থাকতে পারে না! পারে, এবং সেই ছবি বক্স অফিসে ঝড়ও তুলতে পারে, যার প্রমাণ মিলেছে একাধিকবার। সদ্য জলসা ও গাঙ্গুবাই কাথিওয়াড়ি যার উদাহরণ। তাই ছবির কেন্দ্রে থাকা চরিত্রের লিঙ্গ নিয়ে প্রশ্ন না করে, ভাল ছবি দেখার অভ্যাস গড়ে ওঠার পক্ষে আবারও সরব হলেন তাপসী। তাঁর কথায় কেউ আজও এই প্রশ্ন বারে বারে সামনে উঠে আসে, ‘যে আপনি কোন ছবিতে অভিনয় করছেন, সেখানে হিরো কে! আশা করব মানুষ এই ধরণের প্রশ্ন করা বন্ধ করবে, এবং ছবিটা কী নিয়ে, তার প্রতি নজর দেবে।’