Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh Khan: রণবীরকে পাশ কাটিয়ে দীপিকাকে জড়িয়ে ধরার পিছনে শাহরুখের উদ্দেশ্য কী? জানতে চান নেটিজ়েনরা

Ranveer-Deepika: রবিবার (১৯ নভেম্বর) আহমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ চলাকালীন দীপিকা পাড়ুকোনের সঙ্গে সাক্ষাৎ ঘটে শাহরুখের। কেবল দীপিকা নয়, রণবীর সিংও ছিলেন সঙ্গে। দীপিকাকে দেখে তাঁকে জড়িয়ে ধরেছিলেন শাহরুখ। কিন্তু দীপিকার সঙ্গে থাকা রণবীর সিংকে কেবলই 'হ্যালো' বলেছেন কিং খান। এমনটা কেন করেছেন শাহরুখ, তা নিয়ে প্রশ্ন উঠেছে নেট দুনিয়ায়।

Shahrukh Khan: রণবীরকে পাশ কাটিয়ে দীপিকাকে জড়িয়ে ধরার পিছনে শাহরুখের উদ্দেশ্য কী? জানতে চান নেটিজ়েনরা
শাহরুখ খান।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2023 | 3:49 PM

আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়েছিলেন বলিউডের বহু তারকা। গ্যালারিতে বসে থাকতে দেখা গিয়েছে শাহরুখ খান থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, রণবীর সিংকে। খেলার মাঝে-মাঝে ক্যামেরা ঘুরছিল তাঁদের দিকেও। শাহরুখ খান ক্রিকেট ভক্ত মানুষ। আইপিএলের দল ‘কলকাতা নাইট রাইডার্স’-এর মালিকও তিনি। তাই ক্রিকেট নিয়ে তাঁর উন্মাদনা অন্য মাত্রাযর। ম্যাচ চলাকালীন দীপিকা পাড়ুকোনের সঙ্গে সাক্ষাৎ ঘটে শাহরুখের। কেবল দীপিকা নয়, রণবীর সিংও ছিলেন সঙ্গে। দীপিকাকে দেখে তাঁকে জড়িয়ে ধরেছিলেন শাহরুখ। কিন্তু দীপিকার সঙ্গে থাকা রণবীর সিংকে কেবলই ‘হ্যালো’ বলেছেন। এমনটা কেন করেছেন শাহরুখ, তা নিয়ে প্রশ্ন উঠেছে নেট দুনিয়ায়।

অনেকে বলেছেন, “দীপিকাকে আপনি জড়িয়ে ধরলেন, আর রণবীরকে কেবলই ‘হাই’ বললেন। এটা কী ঠিক?” দীপিকা পাড়ুকোনের প্রথম ছবি ‘ওম শান্তি ওম’-এ তাঁকে দেখা গিয়েছিল শাহরুখ খানের বিপরীতে। ফারহা খান পরিচালিত ছবিতে শাহরুখের হাতেই অভিষেক ঘটেছিল দীপিকার। তাই তাঁর সঙ্গে কিং খানের রসায়ন অন্যরকম। তারপরও দীপিকার সঙ্গে শেষ হয়নি দীপিকার পর্দার রসায়ন। ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবিতে দীপিকার সঙ্গে কাজ করেছেন শাহরুখ। তাঁদের দু’জনকে পর্দায় মাখোমাখো রোম্যান্স করতে দেখা গিয়েছে ‘জওয়ান’ এবং ‘পাঠান’ ছবিতেও। দীপিকা-শাহরুখের অন্যতম প্রিয় কো-স্টার।

অন্যদিকে ‘ডন থ্রি’ ছবির জন্য রণবীর সিংকে ভাবা হচ্ছে। শাহরুখের জায়গায় রণবীরকে দেখতে নারাজ হয়েছেন নেটিজ়েনদের কেউ-কেউ। ‘ডন টু’ ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন’ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ। ‘ডন থ্রি’তে শেষমেশ কে অভিনয় করবেন, তা এখন দেখার অপেক্ষায় সক্কলে।