Mem Bou: আন্তর্জাতিক স্তরে নতুন রূপে ‘মেম বউ’ বিনীতা
মেটাভার্সে নিজের মিউজিক ভিডিয়ো লঞ্চ করলেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। 'লভ ইউ মম' নামে ইংরেজি গানটি মেটাভার্সে লঞ্চ করা প্রথম গান বিনীতার।
বিনীতা চট্টোপাধ্যায়কে মনে আছে? মনে না পড়লে ফিরে যেতে হবে ছয় বছর আগে। সোনালি চুল, নীল চোখ দেখেই দর্শকের মনে প্রথম প্রশ্ন ছিল একটাই। ইনি কি ভারতীয়? হ্য়াঁ মেম বউ ধারাবাহিকে বিনীতার লুক বেশ অবাকই করেছিল সিরিয়ালপ্রেমীদের।বেশ অনেকদিন হল লাইমলাইটে দেখা যায়নি অভিনেত্রীকে। এখন প্রশ্ন হল কী করছেন বিনীতা? প্রথম ভারতীয় ও বাঙালি মহিলা হিসাবে নজির গড়লেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। মেটাভার্সে নিজের মিউজিক ভিডিয়ো লঞ্চ করলেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। ‘লভ ইউ মম’ নামে ইংরেজি গানটি মেটাভার্সে লঞ্চ করা প্রথম গান বিনীতার। গানের লেখা, সুর দুইই বিনীতার। গানটি গেয়েছেন অভিনেত্রী নিজেই। বিনীতা ভারতীয় বাঙালি মহিলা ব়্যাপার হিসাবেও প্রথম যাঁর ‘আপনা টাইম আগয়্যা’ বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে জনপ্রিয়তা পেয়েছিল।
জীবনের আরও এক সাফল্য, কেমন উপলব্ধি? বিনীতার কথা,”এই গানটিতে এক সার্বজনীন উপাদান রয়েছে এবং আমি আশা করি এই গান আমার সকল শ্রোতাদের ভাল লাগবে। এই গান আমি আমার মা-কে উৎসর্গ করেছি। আমার জীবনে মায়ের অবদান অনস্বীকার্য। মা মিনিস্ট্রি অফ ডিফেন্সে প্রায় গত ৪০ বছর ধরে দেশের সেবায় নিযুক্ত ছিলেন।”
বিনীতে প্রায় ছয় বছর আগে ‘মেম বউ’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখেছে দর্শক। তবে শুধু অভিনেত্রী বা সঙ্গীক শিল্পী নন, তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি বাংলার মহারাজা কৃষ্ণ চন্দ্র রায়ের রাজপরিবারের একজন সদস্য। তাই শুধু ডিজনি ‘প্রিন্সেস’ বা বাংলার ‘মেম সাহেব’ নয়, তিনি বাস্তব জীবনেও একজন রাজকন্যাই বটে।
আরও পড়ুন:Super Singer Season 3: আরও এক বলি গায়িকা বিচারকের আসনে, কে তিনি?
আরও পড়ুন:Sudipa-Adidev: প্রি-স্কুলে আদিদেব, যাওয়ার আগে কী করল তারকা সন্তান?