Ukraine Border: পরিস্থিতি টালমাটাল, যুদ্ধের আবহেই ইউক্রেন-পোল্যান্ডের সীমান্তে চলচ্চিত্র উৎসব
Film Festival at Ukraine-Poland Border: এ যেন এক অভাবনীয় পদক্ষেপ। সারা বিশ্ব বাহবা জানাচ্ছে পোল্যান্ডের সিনেমাপ্রেমীদের।
ইউক্রেন ও পোল্যান্ডের বর্ডার অঞ্চল। অঞ্চলটির নাম মেডিকা। ইউক্রেন থেকে পোল্যান্ডে যাঁরা শরণার্থী হিসেবে আসছেন, তাঁরা সীমান্তে অপেক্ষা করছেন প্রচণ্ড ঠান্ডায়। এমন দৃশ্য ইতিহাসে অনেকবারই আঁকা হয়ে গিয়েছে। ভীষণ ঠান্ডায়, অসম্ভব কষ্টে অসহায় মানুষগুলো অপেক্ষায়। কেউ কেউ থাকছেন ক্যাম্পেও। যুদ্ধ পরিস্থিতির সঙ্গে তাঁরা কেউই অভ্যস্ত নন। এই মানসিক বিপর্যয়ে থেকে তাঁদের কিছুটা হলেও স্বস্তি দেওয়ার জন্যই এগিয়ে এসেছেন পোল্যান্ডের সিনেমাকর্মীরা। তাঁরা সিনেমা দেখাতে চাইছেন শরণার্থী মানুষদের। যুদ্ধ বিধ্বস্থ পরিস্থিতিতে মন ভোলানোর প্রচেষ্টা ছাড়া কিছুই নয়। তাঁরা ঘোষণা করেছেন একটি চলচ্চিত্র উৎসবের। সারা পৃথিবীতে এই ধরনের নিদর্শন মিলেছে কিনা জানা নেই সিনেমা কর্মীদের।
ইউক্রেন-পোল্যান্ডের বর্ডারে এখন শরণার্থীদের ভিড়। জায়গায়-জায়গায় ক্যাম্পও তৈরি হয়েছে। অনেকে সেখানেও অপেক্ষা করছেন। ইউক্রেনকে ধ্বংস করে দেবে রাশিয়া! রাতের ঘুম কেড়ে ইউক্রেনবাসীর। রুশ হামলায় নিজেদের বাঁচানোর চেষ্টায় দেশ ছাড়ছেন অসহায় মানুষ। ভিটেমাটি ছেড়ে পালাতে চাইছেন তাঁরা। সীমান্তই হয়েছে তাঁদের ক্ষণস্থায়ী বসবাসের জায়গা। উদ্দেশ্য একটাই, মৃত্যুপুরী মাতৃভূমি ছেড়ে প্রাণে বাঁচা। অনেকে পোল্যান্ডে চলে যেতে চাইছেন।
সীমান্তে দিনের পর-দিন, ঘণ্টার পর-ঘণ্টা প্রবল শীতে অপেক্ষা করছেন শরণার্থীরা। মায়ের কোলে তাঁর দুধের শিশু, ছোট ছোট বাচ্চা। ১২-১৩ ঘণ্টা অপেক্ষারত শয়ে শয়ে ইউক্রেনীয় পরিবার। ছোট শিশুদের ক্ষেত্রে আরও ক্লান্তিকর পরিস্থিতি। কোথায় তাঁদের শৈশব? সারাজীবন কি এই বিধ্বংসী স্মৃতি বহন করে বেড়াবে বাচ্চাগুলো?
এই বিপর্যয়ের মধ্যেও যাতে ভাল স্মৃতি তৈরি হয়, তাই পোল্যান্ডের দুই সিনেমাকর্মী মূলত বাচ্চাদের কথা চিন্তা করেই তাদের সিনেমা দেখানোর চিন্তাভাবনা করেছেন। এতে অপেক্ষারত বাচ্চাদের কিছুটা হলেও ধৈর্য ধরে রাখা সম্ভব হবে। যুদ্ধের বিভীষিকা ভুলে থাকতে পারবে ছোট ছোট প্রাণ। সিনেমাকর্মীদের বিশ্বাস, চলচ্চিত্রের মাধ্যমেই এই কঠিন সময় বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাতে পারবেন তাঁরা। যুদ্ধের ত্রাশ ও ট্রমা কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকতে পারবে তারা। সিনেমা দেখানোর জন্য প্রজেক্টর, স্ক্রিন ও বসার ব্যবস্থা করছেন উদ্যোগতারা।
ছোটদের জন্য ছবি চেয়ে পাঠিয়েছেন পোল্যান্ডের সিনেমাকর্মীরা। সীমান্তে ওয়াই-ফাইয়ের ব্যবস্থা নেই। সারা বিশ্বের চলচ্চিত্র উদ্যোক্তা, প্রোগ্রামার, ফিল্ম নির্মাতা ও ডিস্ট্রিবিউটারদের আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের সিনেমাকর্মীরা।
আরও পড়ুন: Manali Manisha Dey: ‘শুভ জন্মদিন বর…’, স্বামীর প্রেমে ভাসল ‘ফুলঝুরি’
আরও পড়ুন: Sreelekha Mitra: পছন্দের পুরুষ ফারহান আখতার ফের বিবাহিত, দীর্ঘশ্বাস পড়ছে শ্রীলেখার