ক্যাটের সঙ্গে ভিকির বাগদানের ‘খবর’ শোনামাত্রই মিষ্টি খাওয়াতে বলেছিল পরিবার!
প্রসঙ্গত, কিছু দিন আগেই এক টিভি শো-য়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের সঙ্গে প্রেমের খবর ফাঁস করে দিয়েছেন অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর। সূত্রের খবর এর পর থেকেই নাকি মারাত্মক আপসেট ছিলেন ক্যাটরিনা।
মিডিয়ার সঙ্গে অনেকদিন থেকেই লুকোচুরি খেলছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাঁদের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। বহু অনুষ্ঠানে তাঁদের একসঙ্গেই দেখা গিয়েছে। কিন্তু প্যাপারাৎজিদের আড়াল করেই চলেছেন দুই ‘লাভ বার্ডস’। সম্প্রতি খবর রটে চুপিসারে নাকি বাগদান সেরে ফেলেছেন ভিকি আর ক্যাট। সেই খবর এতটাই ছড়িয়ে পড়ে যে দুই অভিনেতার পিআর টিম থেকে বিবৃতির মাধ্যমে ঘোষণা করতে হয় যে, এ খবর মিথ্যে। নেহাতই রটনা। ভিকি-ক্যাটের এই ভুয়ো বাগদানের খবরে কী প্রতিক্রিয়া ছিল ভিকি কৌশলের পরিবারের? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন অভিনেতার ভাই সানি কৌশল।
সানি জানান, খবরটি যখন প্রথম তাঁদের কানে আসে তখন ভিকি জিমে ছিলেন। শোনামাত্রই সবাই হাসিতে ফেটে পড়েছিল। ভিকি জিম থেকে ফিরতে তাঁকে নিয়ে ঠাট্টা করতে ভোলেননি ভিকি-সানির বাবাও। মজার ছলে তিনি নাকি ছেলেকে বলেছিলেন, “বাগদান যখন হয়েই গিয়েছে তখন মিষ্টি খাওয়াও।” উত্তরে ভিকি জানিয়েছিলেন বাগদান যখন কল্পনায় হয়েছে তখন মিষ্টির কথাও মনে মনে ভেবে নিতে।
প্রসঙ্গত, কিছু দিন আগেই এক টিভি শো-য়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের সঙ্গে প্রেমের খবর ফাঁস করে দিয়েছেন অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর। সূত্রের খবর এর পর থেকেই নাকি মারাত্মক আপসেট ছিলেন ক্যাটরিনা। রেগে না গেলেও এভাবে সর্ব সমক্ষে তাঁর এবং ভিকির খবর জানাজানি হতেই ভয় পাচ্ছেন তিনি। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে নাকি পরিচিত মহলে মুখ খুলেছেন ক্যাটরিনা। ক্যাটরিনা ঘনিষ্ঠ এক ব্যক্তির কথায়, “হর্ষ এই কাজ করে মোটেও ঠিক করেনি। হর্ষকে ক্যাটরিনা ভাল করে চেনেও না। আর যদি চেনেও বা তাহলে কি কোনও মানুষের ব্যক্তিগত সম্পর্কের কথা এভাবে বলে দেওয়া যায়?”
এ সবের মধ্যেই এই বছর ক্যাটের জন্মদিনে সলমন খানের ব্যক্তিগত ফ্যাশন স্টাইলিস্ট অ্যাশলে রেবেলোর অভিনেত্রীকে শুভেচ্ছা জানানোর ধরন ভিকি-ক্যাটের বাগদান গুঞ্জনে যোগ করেছিল ঘি। শুভেচ্ছা জানাতে অভিনেত্রীর যে ছবি পোস্ট করেছিলেন তিনি, তা বাকিদের থেকে আলাদা। নজর কেড়েছে পোস্টের উপর লেখা লাল রঙের শুভেচ্ছাও। অ্যাশলের ছবিতে দেখা গিয়েছিল, ক্যাটরিনা ব্রাইডাল পোশাকে। পরেছেন সাদা গাউন। অ্যাশলে লিখেছিলেন, “শুভ জন্মদিন ক্যাটরিনা। আশা করছি এই ছবিই খুব শীঘ্রই এই ছবি সত্যিতে পরিণত হবে।” ব্যস আগুনে ঘি। নেটিজেনদের জল্পনা তবে কি ইঙ্গিতে ক্যাটরিনার বিয়ের আগাম খবরই দিয়ে গিয়েছিলেন ওই সলমন ঘনিষ্ঠ?
ভিকি-ক্যাটের বিয়ে নিয়ে আপাতত শুধুই জল্পনা, তবে মিমাররা পেয়ে গিয়েছিলেন এক নতুন কন্টেন্ট। তাঁদের বাগদানের গুঞ্জন প্রকাশ্যে আসতেই সলমন খানকে নিয়ে শুরু হয়েছিল একের পর এক মিম। ভিকি কৌশলের কেরিয়ার নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন অনেকে। ক্যাটরিনা যে সলমনের প্রাক্তন এ কথা কারও অজানা নয়। তবে ফ্যানেদের উৎসাহও কম নয়। গুঞ্জন নয়, বাস্তবেই কবে এক হবে চার হাত? অপেক্ষায় তাঁরা।
আরও পড়ুন: Gaslight: সারা-বিক্রান্ত অভিনীত ‘গ্যাসলাইট’ ছবির অন্য প্রধান নারী চরিত্রে কে?
আরও পড়ুন: Kangana Ranaut: বাস্তবের থালাইভি’র সঙ্গে পরিচয় করালেন কঙ্গনা, ছবির সিকুয়্যেল কি আসছে?