দেবলীনা-গৌরবের চুমু দিবসের গল্প…
প্রেম এবং বিয়ে, এ সব সম্পর্কের মধ্যেও তাঁদের বন্ধুত্বকে অনেক এগিয়ে রাখেন গৌরব-দেবলীনা। সেটাই ভাল থাকার পাসওয়ার্ড।
হ্যাপি কিস ডে। অর্থাৎ চুমুর দিন। আক্ষরিক অর্থেই সেলিব্রেট করার মতো। সোশ্যাল মিডিয়ায় অন্তত সেই সেলিব্রেশনের ঝলক দেখালেন টলিউডের সেলেব দম্পতি দেবলীনা কুমার (Devlina Kumar) এবং গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)।
ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের একটি ছবি পোস্ট করেছেন দেবলীনা। যেদিন খ্রিষ্টান মতে বিয়ে হয়েছিল তাঁদের, এই ছবি সেই দিনের। সাদা গাউনে সেজেছিলেন অভিনেত্রী। গৌরবের পরনে ছিল কালো ব্লেজার। একে অপরকে চুমু খাচ্ছেন দম্পতি।
View this post on Instagram
দেবলীনা এই ছবি শেয়ার করে লিখেছেন, ‘এবার তুমি কনেকে চুমু খেতে পারো।’ এটাই তাঁদের চুমু দিবসের গল্প। তবে প্রত্যেক দিনই চুমুর দিন হোক, এমনটাই দাবি তাঁর। সোশ্যাল পোস্টেই মনের ভাব স্পষ্ট করেছেন।
প্রেম এবং বিয়ে, এ সব সম্পর্কের মধ্যেও তাঁদের বন্ধুত্বকে অনেক এগিয়ে রাখেন গৌরব-দেবলীনা। সেটাই ভাল থাকার পাসওয়ার্ড। ভালবাসার সপ্তাহে নিজেদের মতো করে সেলিব্রেট করেছেন তাঁরা। তবে সব ক্ষেত্রেই বন্ধুত্বের জয় হয়েছে।
আরও পড়ুন, ‘আজ অন্য কোনও রেডিও জকির জন্মদিন হলে ঈর্ষা করতাম’, বললেন বার্থডে বয় মীর