অভিষেকের কারণে কেরিয়ার ধ্বংস হয় করিশ্মার, ‘প্রেম’ ভাঙার পর নাকি হতাশায় ডুবে যান কাপুর-কন্যা
Karishma-Abhishek Relationship: করিশ্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল অভিষেকের। কথা অনেক দূর এগিয়ে গিয়েছিল। করিশ্মা এবং অভিষেক একে-অপরকে মন থেকে মেনে নিয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। মাঝপথেই পথ আলাদা হয়ে গিয়েছিল দুই তারকার। অভিষেক নিজ ছন্দে জীবনে এগিয়ে গেলেও, করিশ্মার সেই সময় মনের অবস্থা ছিল খুবই খারাপ।
সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তাঁর স্বামী অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডের অন্দরে। কী ঘটেছে আসল ঘটনা, তা নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি যদিও। বচ্চনরা চিরকালই তাঁদের পরিবারের ঘটনাকে লোক চক্ষুর আড়ালে রাখেন। ঐশ্বর্য-অভিষেকের বিবাহের টানাপোড়েনের ঘটনাগুলিও যে আড়ালেই রেখে দেবেন তাঁরা, তা বলাই বাহুল্য়। এই নিয়ে একটিও বাক্য ব্যয় করেননি অমিতাভ বচ্চন থেকে শুরু করে ঐশ্বর্য।
ঐশ্বর্যর স্বামী অভিষেক বচ্চনের জীবনে একাধিক নারী এসেছিল। কখনও শোনা গিয়েছিল তাঁর গলায় মালা পরাবেন কাপুর পরিবারের বড় মেয়ে করিশ্মা কাপুর। কখনও শোনা গিয়েছিল পরিচালক রাম মুখোপাধ্যায়ের কন্যা অভিনেত্রী রানী মুখোপাধ্যায়কে বধূ করতে চান জয়া বচ্চন। কোনওটাই সত্যি হয়নি। শেষমেশ ঐশ্বর্যকে বাড়ির বউ করে নিয়ে আসেন অভিষেক। তবে করিশ্মার সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জুনিয়র বচ্চনের।
করিশ্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল অভিষেকের। কথা অনেক দূর এগিয়ে গিয়েছিল। করিশ্মা এবং অভিষেক একে-অপরকে মন থেকে মেনে নিয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। মাঝপথেই পথ আলাদা হয়ে গিয়েছিল দুই তারকার। অভিষেক নিজ ছন্দে জীবনে এগিয়ে গেলেও, করিশ্মার সেই সময় মনের অবস্থা ছিল খুবই খারাপ। এমনটা দাবি করেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক পরিচালক। তিনি জানিয়েছিলেন, অভিষেকের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর থেকে বেশ অন্যমনস্ক থাকতেন করিশ্মা। ছবিতে কাজের প্রতি সম্পূর্ণ অনীহা তৈরি হয় তাঁদের। যে কারণে বেশকিছু বছর ছবির দুনিয়া থেকে দূরে ছিলেন করিশ্মা। নেতিবাচক প্রভাব পড়েছিল তাঁর কেরিয়ারে। বলেছিলেন, অভিষেকের কারণেই কেরিয়ারের বারোটা বেজে গিয়েছিল তাঁর।