Tollywood News:দক্ষিণ কলকাতার রাস্তায় টলি নায়িকাকে হেনস্থা, অভিযুক্তর পরিচয় জানেন?
উত্তপ্ত সারা শহর। নেপথ্যে আরজি কর কাণ্ড। পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে তারকারাও। এই ঘটনার মাঝেও একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রাস্তায় আবারও ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়তে হয় টলিপাড়ার অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে। এক বাইক আরোহীর দ্বারা মাঝ রাস্তায় আক্রান্ত হন তিনি। জানেন, অভিযক্তর পরিচয়?
উত্তপ্ত সারা শহর। নেপথ্যে আরজি কর কাণ্ড। পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে তারকারাও। এই ঘটনার মাঝেও একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রাস্তায় আবারও ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়তে হয় টলিপাড়ার অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে। এক বাইক আরোহীর দ্বারা মাঝ রাস্তায় আক্রান্ত হন তিনি। পায়েলকে হেনস্থা এবং তাঁর গাড়ির কাচ ভাঙার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন জানেন তাঁর পরিচয়? শোনা যাচ্ছে, অভিযুক্ত বাইক আরোহী হলেন সেনা অফিসার। তাঁর নাম এম.আরাসান। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে তত্পর পুলিশ। দক্ষিণ কলকাতার ডিসিপি এক্স হ্যান্ডেলে লেখেন,”আজ বিকেলে জনপ্রিয় বাংলা অভিনেত্রী লাইভে এসে হুলিগানিজমের অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় এসে জানান তাঁর সঙ্গে সাদার্ন অ্যাভিনিউতে ঘটা ঘটনার কথা। তারপরই টালিগঞ্জ থানার অন ডিউটি অফিসার ওই জায়গায় পৌঁছন এবং অভিযুক্তকে গ্রেফতার করেন।” তবে পায়েলের বিরুদ্ধে সেই সেনা অফিসারও পাল্টা অভিযোগ জানিয়েছেন। কী সেই অভিযোগ সেটা অবশ্য জানা যায়নি।
উল্লেখ্য, শুক্রবার ফেসবুক লাইভে এসে কী বলেন পায়েল? তিনি লেখেন,”বাধ্য হয়েই ফেসবুক লাইভে এলাম। আপনারা দেখুন কী অবস্থা। এখন আমি ২৭, এ সাদার্ন অ্য়াভিনিউয়ের সামনে। কলকাতা শহরে এত প্রতিবাদ হচ্ছে, তার মধ্যেই একটি মেয়ের ন্যূনতম নিরাপত্তা নেই। ছেলের বাইকটা আমার গাড়িতে ধাক্কা দেয়। আমিই ড্রাইভ করছিলাম। ছেলেটা আমার গাড়ির কাছে এসে জানলা খুলতে বলে। শ্লীলতাহানির ভয়ে আমি স্বাভাবিকভাবেই গাড়ির জানলা খুলিনি। তারপরই ছেলেটি এসে আমার গাড়ির জানলায় ঘুঁষি মেরে কাচ ভেঙে দেয়। পুলিশ এসে আমাকে উদ্ধার করে। আমার গাড়ির ভিতর থেকে বের হতে ভয় লাগছিল। কলকাতা শহরে এটাই মেয়েদের নিরাপত্তা!”