Priyanka Chopra: সপ্তমে মেজাজ! দেশে ফিরে প্রিয়াঙ্কার’রূপ’দেখে হতবাক সকলে

Bollywood: ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভাইয়ের বিয়ে উপলক্ষে যে এবার তাঁর দেশে আসা সে কথা ইতিমধ্যেই জেনে ফেলেছেন সবাই। গোলাপি শাড়িতে নায়িকার বিয়েবাড়ির সাজ ইতিমধ্যেই ভাইরাল। ভাইয়ের এনগেজমেন্টের প্রতিটা মুহূর্ত যে তিনি পরতে পরতে উপভোগ করেছেন তা-ও স্পষ্ট বোঝা গিয়েছে বিভিন্ন ছবি এবং ভিডিয়োয়।

Priyanka Chopra: সপ্তমে মেজাজ! দেশে ফিরে প্রিয়াঙ্কার'রূপ'দেখে হতবাক সকলে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2024 | 3:58 PM

ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভাইয়ের বিয়ে উপলক্ষে যে এবার তাঁর দেশে আসা সে কথা ইতিমধ্যেই জেনে ফেলেছেন সবাই। গোলাপি শাড়িতে নায়িকার বিয়েবাড়ির সাজ ইতিমধ্যেই ভাইরাল। ভাইয়ের এনগেজমেন্টের প্রতিটা মুহূর্ত যে তিনি পরতে পরতে উপভোগ করেছেন তা-ও স্পষ্ট বোঝা গিয়েছে বিভিন্ন ছবি এবং ভিডিয়োয়।

তবে এবার দেশি গার্লের ব্যবহার দেখে ক্ষুব্ধ বলিপাড়ার একাংশ। এমনিতে সকলের নাগালের বাইরে অভিনেত্রী। বিদেশেই পাকাপাকি বাস। তাই এ দেশে তাঁর এক ঝলক পেলেই উত্তেজিত হয়ে ওঠেন সবাই। এবারও তার অন্যথা হয়নি। বিমানবন্দরের বাইরে থেকে তাঁর ছবি তোলা শুরু করে পাপারাতজিরা। নায়িকার ভাইয়ের এনগেজমেন্টের ভেনুতেও পৌঁছে গিয়েছিলেন সবাই। দূর থেকে নায়িকাকে বেরোতেই দেখেই ছবি তোলা শুরু করেন ছবি শিকারিরা। অনেকে বলে ওঠেন ‘ম্যাডাম একটু দাঁড়িয়ে যান।’ তার পরেই নায়িকার প্রতিক্রিয়া শুনে বিরক্ত হয়েছেন অনেকেই।

পাপারাৎজিদের ক্যামেরার সামনে দাঁড়াতে তো চাইলেনই না প্রিয়াঙ্কা। সেই সঙ্গে যথেষ্ট মেজাজই দেখিয়েছেন সবাইকে। বলেছেন,”দাদা যা ছবি নেওয়ার তাড়াতাড়ি নিন। আমি দাঁড়াতে পারব না। আমি চললাম।” নায়িকার এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চারিদিকে ছিঃ ছিঃ। অভিনেত্রীর থেকে এই রকম ব্যবহার আশা করেননি কেউ। হতাশ অভিনেত্রীর অনুরাগীরাও। কেউ কেউ লিখেছেন,”বিদেশে থাকেন বলে এমন ব্যবহার করবেন?”

উল্লেখ্য, এবার একাই দেশে এসেছেন নায়িকা। স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতি মেরি রয়েছেন বিদেশেই। তবে দেশের মাটিতে নায়িকার পা পড়া মাত্রই কমেন্ট বক্সে ভক্তদের প্রশ্ন, তিনি কবে বলিউডে আবার কাজ করবেন? এবার অনুমান তেমনই কোনও সুখবর আসতে চলেছেন। কারণ প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে পরিচালক মধুর ভাণ্ডারকারকে দেখা করতে দেখা যায়। তবে থেকেই শোনা যাচ্ছিল যে প্রিয়াঙ্কা নাকি ফ্যাশন ২ ছবি করতে চলেছেন। তাই এই বৈঠক।