Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাতৃহারা জ্যাকলিন ফার্নান্দেজ, শোকস্তব্ধ পরিবার

গত মাসে কিম ফার্নান্দেজের স্ট্রোকের খবর পাওয়া গিয়েছিল। তারপরই লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথমদিকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল, তবে রবিবার আর শেষ রক্ষা হল না।

মাতৃহারা জ্যাকলিন ফার্নান্দেজ, শোকস্তব্ধ পরিবার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 06, 2025 | 1:33 PM

প্রয়াত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ। রবিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেত্রীর টিমের পক্ষ থেকে এই খবর প্রকাশ্যে আসে। খবর পাওয়া মাত্রই সকলেই সমবেদনা জানাচ্ছেন অভিনেত্রীকে।

গত মাসে কিম ফার্নান্দেজের স্ট্রোকের খবর পাওয়া গিয়েছিল। তারপরই লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথমদিকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল, তবে রবিবার আর শেষ রক্ষা হল না। হাসপাতালে আইসিইউতে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন কিম। তবে চেষ্টা ব্যর্থ করে রবিবার না ফেরার দেখে অভিনেত্রীর মা। জ্যাকলিনের বাবা এলরয় ফার্নান্দেজকে একাধিকবার হাসপাতালে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।