Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দীপ্তি’ময় তাঁর অভিনয় জীবন, অভিনেত্রীর জন্মদিনে রইল জীবনের অজানা তথ্য: দেখুন গ্যালারি

শান্ত চোখ। শ্যামবর্ণ। মৃদুভাষী।সাত-আটের দশেকে সমান্তরাল ছবিতে দীপ্তি নাভালের একধিপত্ব প্রকট ছিল। সুন্দরী এবং স্ক্রিন প্রেজেন্সের মিশেলে যতবার তিনি স্ক্রিনে এসেছেন, দর্শকদের মন কেড়েছেন ততবার। অভিনয় দক্ষতার সঙ্গে সঙ্গে সঠিক চরিত্রে নিজেকে সাজিয়েছেন দীপ্তি। আজ দীপ্তি নাভালের জন্মদিনে Tv9 বাংলা খুঁজল তাঁর জীবনের অজানা গল্পগুলো...

| Updated on: Feb 03, 2021 | 9:24 PM
শুধু অভিনয় নন। দীপ্তি একজন অসামান্য চিত্রকর। তাঁর হাতের আঁকা এতটাই ভাল, যে এক সময়ে তাঁর বাবা-মা চেয়েছিলেন তিনি পেন্টিং নিয়েই হোক তাঁর কেরিয়ার। কিন্তু পরে তা না হলেও দীপ্তি নিজের পেন্টিং চালিয়ে গিয়েছেন। বেশ কয়েকটি পেন্টিংয়ে তিনি এঁকেছেন সন্ন্যাসীনি, কুমাও অঞ্চল, প্রাকৃতিক দৃশ্য এবং আরও অনেক কিছু।

শুধু অভিনয় নন। দীপ্তি একজন অসামান্য চিত্রকর। তাঁর হাতের আঁকা এতটাই ভাল, যে এক সময়ে তাঁর বাবা-মা চেয়েছিলেন তিনি পেন্টিং নিয়েই হোক তাঁর কেরিয়ার। কিন্তু পরে তা না হলেও দীপ্তি নিজের পেন্টিং চালিয়ে গিয়েছেন। বেশ কয়েকটি পেন্টিংয়ে তিনি এঁকেছেন সন্ন্যাসীনি, কুমাও অঞ্চল, প্রাকৃতিক দৃশ্য এবং আরও অনেক কিছু।

1 / 7
দীপ্তির অন্যতম এক আঁকায় ফুটে উঠেছিল এক ‘গর্ভবতী সন্ন্যাসিনী’। সেই আঁকার তাৎপর্যও পরিষ্কারভাবে বুঝিয়েছিলেন তিনি। বিভিন্ন প্রদর্শনীতে দেখানো হয়েছে তাঁর কাজ।

দীপ্তির অন্যতম এক আঁকায় ফুটে উঠেছিল এক ‘গর্ভবতী সন্ন্যাসিনী’। সেই আঁকার তাৎপর্যও পরিষ্কারভাবে বুঝিয়েছিলেন তিনি। বিভিন্ন প্রদর্শনীতে দেখানো হয়েছে তাঁর কাজ।

2 / 7
দীপ্তির সঙ্গে বারবার নাম জুড়েছে প্রয়াত অভিনেতা ফারুক শেখের নাম। বহু ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে ফারুক-দীপ্তিকে। ভীষণ ভাল বন্ধু ছিল দু’জন। কিন্তু আটের দশকে জল্পনা উঠেছিব তাঁরা ডেট করছেন। তবে তা জল্পনাই ছিল সত্যি হয়নি।

দীপ্তির সঙ্গে বারবার নাম জুড়েছে প্রয়াত অভিনেতা ফারুক শেখের নাম। বহু ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে ফারুক-দীপ্তিকে। ভীষণ ভাল বন্ধু ছিল দু’জন। কিন্তু আটের দশকে জল্পনা উঠেছিব তাঁরা ডেট করছেন। তবে তা জল্পনাই ছিল সত্যি হয়নি।

3 / 7
ফারুক শেখের মৃত্যুর পর দীপ্তি এক ক্যানডিড ছবি পোস্ট করেন। দীপ্তি লেখেন ফারুক ছিলেন বড় ‘ফ্লার্ট’। কিন্তু দীপ্তির সঙ্গে ফ্লার্ট করার চেষ্টাও করেননি। তাঁরা ভীষণ ভাল বন্ধু ছিলেন।

ফারুক শেখের মৃত্যুর পর দীপ্তি এক ক্যানডিড ছবি পোস্ট করেন। দীপ্তি লেখেন ফারুক ছিলেন বড় ‘ফ্লার্ট’। কিন্তু দীপ্তির সঙ্গে ফ্লার্ট করার চেষ্টাও করেননি। তাঁরা ভীষণ ভাল বন্ধু ছিলেন।

4 / 7
চশমে বদ্দুর’ ছবির রিমেকের রিলিজের আগে এক সাক্ষাৎকার আয়োজিত হয় দীপ্তির ফ্ল্যাটের ছাদে। ফারুক শেখও ছিলেন তাঁর সঙ্গে। তাঁর আবাসিকের সদস্যরা এই সাক্ষাৎকারের আপত্তি করে বলেন, ‘নাটক’ বন্ধ করতে। তবে পরের দিনের সংবাদ পত্রে অভিনেত্রী এটা দেখে চমকে যায় তাঁকে নিয়ে লেখা যে তিনি মধুচক্র চালাচ্ছেন। তিনি গণমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেন।

চশমে বদ্দুর’ ছবির রিমেকের রিলিজের আগে এক সাক্ষাৎকার আয়োজিত হয় দীপ্তির ফ্ল্যাটের ছাদে। ফারুক শেখও ছিলেন তাঁর সঙ্গে। তাঁর আবাসিকের সদস্যরা এই সাক্ষাৎকারের আপত্তি করে বলেন, ‘নাটক’ বন্ধ করতে। তবে পরের দিনের সংবাদ পত্রে অভিনেত্রী এটা দেখে চমকে যায় তাঁকে নিয়ে লেখা যে তিনি মধুচক্র চালাচ্ছেন। তিনি গণমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেন।

5 / 7
দীপ্তির কাছের বন্ধু ছিলেন স্মিতা পাতিল এবং শাবানা আজমি। ত্রিমূর্তি শুধু অন স্ক্রিনেই নন, অফ স্ক্রিনেই ভীষণ কাছের বন্ধু ছিলেন।

দীপ্তির কাছের বন্ধু ছিলেন স্মিতা পাতিল এবং শাবানা আজমি। ত্রিমূর্তি শুধু অন স্ক্রিনেই নন, অফ স্ক্রিনেই ভীষণ কাছের বন্ধু ছিলেন।

6 / 7
পরিচালক প্রকাশ ঝা-কে বিয়ে করেন দীপ্তি নাভাল। তাঁরা দুজনে এক কন্যাকে দত্তকও নেন। দিশা। বিয়ের দু'বছর পরেই বিবাহবিচ্ছেদ হয় প্রকাশ-দীপ্তির। কিন্তু তিনি কখনও কোনও বিষয়ে অভিযোগ করেননি। উল্টে ও বলেন যে প্রকাশকে জীবনে পেয়ে তিনি ভীষণ খুশি।

পরিচালক প্রকাশ ঝা-কে বিয়ে করেন দীপ্তি নাভাল। তাঁরা দুজনে এক কন্যাকে দত্তকও নেন। দিশা। বিয়ের দু'বছর পরেই বিবাহবিচ্ছেদ হয় প্রকাশ-দীপ্তির। কিন্তু তিনি কখনও কোনও বিষয়ে অভিযোগ করেননি। উল্টে ও বলেন যে প্রকাশকে জীবনে পেয়ে তিনি ভীষণ খুশি।

7 / 7
Follow Us:
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
ডোনাল্ড ট্রাম্পের সামনে টানা ২৫ ঘণ্টা বক্তৃতা দিলেন ইনি, বাথরুমও যাননি
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
এভাবে কেউ নিজের স্বামীকে মারে? স্ত্রীর কীর্তি দেখলে শিউরে উঠবেন!
'শেখা উচিত', শুভেন্দুকে সার্টিফিকেট হিরণ্ময় মহারাজের
'শেখা উচিত', শুভেন্দুকে সার্টিফিকেট হিরণ্ময় মহারাজের
১৯ বছরে বিয়ে, ৬ সন্তান, কে এই নাখোদার ইমাম?
১৯ বছরে বিয়ে, ৬ সন্তান, কে এই নাখোদার ইমাম?
স্কুলবাস নেই, 'গরু-ছাগলের মত নিয়ে যাওয়া হয়', অভিযোগ অভিভাবকদের
স্কুলবাস নেই, 'গরু-ছাগলের মত নিয়ে যাওয়া হয়', অভিযোগ অভিভাবকদের
জীবনের দাম ৩৫০ টাকা? 'ছেলেরাই কথা শোনে না...' আক্ষেপ বৃদ্ধের
জীবনের দাম ৩৫০ টাকা? 'ছেলেরাই কথা শোনে না...' আক্ষেপ বৃদ্ধের