‘দীপ্তি’ময় তাঁর অভিনয় জীবন, অভিনেত্রীর জন্মদিনে রইল জীবনের অজানা তথ্য: দেখুন গ্যালারি
শান্ত চোখ। শ্যামবর্ণ। মৃদুভাষী।সাত-আটের দশেকে সমান্তরাল ছবিতে দীপ্তি নাভালের একধিপত্ব প্রকট ছিল। সুন্দরী এবং স্ক্রিন প্রেজেন্সের মিশেলে যতবার তিনি স্ক্রিনে এসেছেন, দর্শকদের মন কেড়েছেন ততবার। অভিনয় দক্ষতার সঙ্গে সঙ্গে সঠিক চরিত্রে নিজেকে সাজিয়েছেন দীপ্তি। আজ দীপ্তি নাভালের জন্মদিনে Tv9 বাংলা খুঁজল তাঁর জীবনের অজানা গল্পগুলো...
Most Read Stories