Akshay Kumar: যদি আমার ছবি না চলে সেটা আমার ব্যর্থতা: সোজাসাপটা অক্ষয়

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 20, 2022 | 9:53 PM

Akshay Kumar: লাগাতার ফ্লপ নিয়ে অকপট তিনি। না, কারও ঘাড়ে দায়ভার চাপানো নয়। অক্ষয় দুষেছেন নিজেকেই।

Akshay Kumar: যদি আমার ছবি না চলে সেটা আমার ব্যর্থতা: সোজাসাপটা অক্ষয়
সোজাসাপটা অক্ষয়

Follow Us

একের পর এক ছবি ফ্লপ হচ্ছে অক্ষয় কুমারের। যে অক্ষয়কে একদা বলা হত হিট মেশিন, তাঁরই কিনা এ হেন অবস্থা। গাফিলতি কোথায়? বলিউডে দক্ষিণী ছবির আধিপত্য নাকি সাম্প্রতিক বয়কট ট্রেন্ড? মুখ খুললেন অক্ষয়। ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে ‘কাঠপুতলি’ নাম এক ছবির মধ্যে দিয়েই ওটিটি দুনিয়ায় পা রাখছেন খিলাড়ি কুমার। তারই প্রচারে এসে এই লাগাতার ফ্লপ নিয়ে অকপট তিনি। না, কারও ঘাড়ে দায়ভার চাপানো নয়। অক্ষয় দুষেছেন নিজেকেই।

তাঁর সাফ কথা, “যদি আমার ছবি কাজ না করে তাহলে তা আমার ভুল। আমারই পরিবর্তন আনতে হবে। আমায় বুঝতে হবে দর্শক আমার থেকে ঠিক কী পেতে চাইছে। আমাকেই ভাবতে হবে কী ধরনের ছবি আমার করা উচিত। আমি কাউকে সে কারণে দোষারোপ করতেই পারি না”। ছবি হিট করছে না বলেই কি তিনি বেছে নিলেন ওটিটি? বক্স অফিসে ঝামেলা নেই, নেই লাগাতার চুলচেতা বিশ্লেষণও! অক্ষয়ের উত্তর, “মানুষ তো এখানেও ট্রেলার পছন্দ হয়েছে কি হয়নি তা নিয়ে মন্তব্য করতেই পারে। এই প্ল্যাটফর্মের মাধ্যমেও মানুষ ছবি দেখছেন, মিডিয়া দেখছে। ভাল না খারাপ সে ব্যাপারে প্রতিক্রিয়া দিচ্ছেন। তাই সেফ স্পেস বলে কিছু নেই সবটাই কঠোর পরিশ্রম”।

সম্প্রতি মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘রক্ষাবন্ধন’। সেই ছবিও হিট হয়নি। বরং মুখ থুবড়ে পড়েছে বলা যায়। তবে শুধু এই ছবিই নয় লকডাউনের পর ‘সূর্যবংশী’ ছাড়া প্রায় সব ছবিই ফ্লপ হয়েছে তাঁর। এর আগে বচ্চন পাণ্ডে ও সম্রাট পৃথ্বীরাজও ফ্লপ করেছিলে তাঁর। প্ল্যাটফর্ম বদলে ‘কাঠপুতলি’ কি পারবে ভাল ফল করতে? এখন শুধু সেটাই দেখার।

Next Article