সপ্তাহ শেষ হতে চলল, এই সব নতুন সিরিজ-ছবি দেখেই জমিয়ে দিন আপনার শনি-রবি

রয়েছে অ্যাটিপিকালের চার নম্বর সিজন।, দ্য কুক অব ক্যাস্টাম্যার, হাই আই বিকাম সুপারহিরো ইত্যাদি। এ ছাড়াও জি-ফাইভে দেখা যাবে বেশ কিছু বাংলা সিরিজও।

সপ্তাহ শেষ হতে চলল, এই সব নতুন সিরিজ-ছবি দেখেই জমিয়ে দিন আপনার শনি-রবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 11:20 AM

শুক্রবার এসে গিয়েছে। আরও এক সপ্তাহের শেষ। উইকেন্ডে বাইরে যেতে চাইছেন না? পপকর্ণ আর পিৎজা সহযোগে বাড়িতেই বানিয়ে ফেলুন সিনেমা হল। ওটিটি প্ল্যাটফর্মগুলি আপনার জন্য সাজিয়ে রেখেছে রকমারি উপাদান। কোনটি বেছে নেবেন আর কোনটি নেবেন না, তা অবশ্য আপনার হাতে…রইল স্ট্রিমিং গাইড।

কলার বম্ব
মুখ্য ভূমিকায় রয়েছে জিমি শেরগিল। এ ছাড়াও ওই সিরিজে দেখতে পাওয়া যাবে আশা নেগি, রাজশ্রী দেশপাণ্ডে, স্পর্শ শ্রীবাস্তবসহ একগুচ্ছ অভিনেতাকে। আদপে ক্রাইম ক্রিলার এই ছবি আবর্তিত হয় জিমি শেরগিলের চরিত্রের উপর নির্ভর করেই। তাঁর চরিত্রের নাম মনোজ হেসি। এক আত্মঘাতী হামলাকারীর চাপে পড়ে একের পর এক অপরাধ করতে বাধ্য হয় সে। উঠে আসে তাঁর অতীতের কালো অধ্যায়। দেখা যাবে ডিজনি প্লাস হট স্টারে।

আরও পড়ুন-পহেলগাঁও, সোনমার্গ…প্রেমিকাকে নিয়ে কাশ্মীর ভ্রমণ শ্রাবন্তীর ছেলের

স্টেট অব সিজ- টেম্পল অ্যাটাক
২০০২ সালের ২৪ সেপ্টেম্বর। গুজরাটের গান্ধীনগরে অক্ষরধাম মন্দিরে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। প্রায় ৩০ জন মানুষ প্রাণ হারান। ৮০ জন মানুষ গুরুতরভাবে আহত হন। ন্যাশানাল সিকিউরিটি গার্ডের মিলিটারিরা মন্দিরে পৌঁছে নিজেদের জীবনের তোয়াক্কা না করে উদ্ধারকার্য চালান। এই প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই বানানো হয়েছে ছবিটি। প্রযোজনা করছে কন্টিলো পিকচার্স। মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় খান্নাকে। এই ছবির মধ্যে দিয়েই ওয়েব ডেবিউ হচ্ছে অভিনেতার। দেখা যাবে জি-ফাইভ অ্যাপে।

ভার্জিন রিভার
ভার্জিন রিভারের তৃতীয় সিজন মুক্তি পেতে চলেছে এ দিনই। দ্বিতীয় সিজন যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে নতুন গল্প। রয়েছেন মার্টিন হেণ্ডারসন, টিম ম্যাথসন সহ অনেকেই। দেখা যাবে নেটফ্লিক্সে।

এ ছাড়াও উইকেন্ডে নেটফ্লিক্সে আরও বেশ কিছু ছবি সিরিজ। এদের মধ্যে রয়েছে অ্যাটিপিকালের চার নম্বর সিজন।, দ্য কুক অব ক্যাস্টাম্যার, হাই আই বিকাম সুপারহিরো ইত্যাদি। এ ছাড়াও জি-ফাইভে দেখা যাবে বেশ কিছু বাংলা সিরিজও। এদের মধ্যে রয়েছে, ল্যাডিস অ্যাণ্ড জেন্টলম্যান, ঠাণ্ডা সহ একগুচ্ছ বিনোদন।