Web Series: আসছে নতুন গোয়েন্দা ‘বুমরাহ’, কেন সে অন্যদের চেয়ে আলাদা?
ভারতীয় দর্শকের কাছে থ্রিলার আকর্ষণীয়। যে কোনও মরশুমে গোয়েন্দা কাহিনি হিট। যে কারণে নিত্যদিন নতুন নতুন গোয়েন্দা কাহিনির উদ্রেক হয় সিনেমায় কিংবা ওয়েবের পর্দায়। তৈরি হয় নতুন নতুন গোয়েন্দারা। প্রত্যেক গোয়েন্দাই একে অপরের চেয়ে ভিন্ন। ডিটেকটিভ বুমরাহ-ও তাই।
‘ডিটেকটিভ বুমরাহ’ ওয়েব সিরিজ়ের ট্রেলার প্রকাশ্যে এসেছে। অনলাইনে মুক্তি পেয়েছে ট্রেলার। সিরিজ়ের ‘মিসিং এপিসোড’ স্ট্রিম করতে শুরু করবে জানুয়ারির ২১ তারিখ থেকে।
গল্পকার ও পরিচালক সুধাংশু রাইয়ের প্রথম পরিচালিত কাজ ‘চায়পত্তি’ মুক্তির কিছু মাস পরই ‘ডিটেকটিভ বুমরাহ’ আসতে চলেছে। সিরিজ়ে সুধাংশুকেই দেখা যাবে মুখ্য চরিত্রে। অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাঘব ঝিনগ্রানকে। গল্পকার সুধাংশু রাইয়ের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে সিরিজ়ের ট্রেলার।
প্রযোজক পুনীত শর্মা বলেছেন, “ডিটেকটিভ বুমরাহ একটি কাল্পনিক চরিত্র। সাম্প্রতিককালের গোয়েন্দাদের মতো নয়। প্রত্যেকটি চরিত্রই খুব ক্লাসিক্যাল। সমসময়ের কথা ভেবে তৈরি হয়েছে। এই প্রথম দর্শক এমন একজন গোয়েন্দাকে দেখবেন, যে একাধারে আধুনিক এবং রোমহর্ষক।”
সুধাংশুর ‘চায়পত্তি’তে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা সরকার। ছিলেন শোভিত সুজয়, অভিষেক সোনপালিয়া, আখলাক আহমদ আজ়াদ, মণীষা শর্মা ও গরিমা রাই।
সিরিজ় সম্পর্কে সুধাংশু রাই বলেছেন, “অনেক বছর আগে গোয়েন্দা বুমরাহর চরিত্রটি তৈরি করেছিলাম। এই মুহূর্তে বলতে পারি দর্শকেরও বেশ পছন্দ হয়েছে। অন্যান্য গোয়েন্দা চরিত্রের মতো নয়। অনেকটাই আলাদা। স্থানকালের প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারবে না। অন্যরা যা দেখতে পান না গোয়েন্দা বুমরাহ তা অনায়াসেই দেখে ফেলে। এই বিষয়টি ভারতীয় দর্শকের কাছে অন্যরকম বিষয়। আমার আশা দর্শকের প্রত্যাশাকে পূরণ করতে পারব।”
ভারতীয় দর্শকের কাছে থ্রিলার আকর্ষণীয়। যে কোনও মরশুমে গোয়েন্দা কাহিনি হিট। যে কারণে নিত্যদিন নতুন নতুন গোয়েন্দা কাহিনির উদ্রেক হয় সিনেমায় কিংবা ওয়েবের পর্দায়। তৈরি হয় নতুন নতুন গোয়েন্দারা। প্রত্যেক গোয়েন্দাই একে অপরের চেয়ে ভিন্ন। ডিটেকটিভ বুমরাহ-ও তাই।
আরও পড়ুন: Hrithik Roshan: শার্টলেস হৃত্বিক, ছবিকে ঘিরে তোলপাড় নেটমহলে