Vicky-Sara: ভিকি ও সারার বাইকে চেপে ঘোরার ছবি ফাঁস নেটপাড়ায়!

সবুজ রঙের ছাপোষা টি-শার্ট পরে বাইক চালাচ্ছেন ভিকি। ব্যাকসিটে বসে রয়েছেন নবাব কন্যা সারা আলি খান। তার পরনেও একেবারেই সাদামাঠা পোশাক।

Vicky-Sara: ভিকি ও সারার বাইকে চেপে ঘোরার ছবি ফাঁস নেটপাড়ায়!
ভিকি ও সারা।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 3:36 PM

দু’পাশে সারি সারি ছোট ছোট দোকান। সবুজ রঙের ছাপোষা টি-শার্ট পরে বাইক চালাচ্ছেন ভিকি। ব্যাকসিটে বসে রয়েছেন নবাব কন্যা সারা আলি খান। তার পরনেও একেবারেই সাদামাঠা পোশাক। তাতে জৌলুশের চিহ্ন মাত্র নেই। সারা-ভিকির এমনই এক ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রশ্ন উঠেছে ওই পোশাকে কোথায় গেলেন ওঁরা? আর কেনই বা গেলেন?

ছবিটি মুম্বইয়ের নয়, ইন্দোরের। দুজনে মিলে ঘুরতেও বের হননি। বরং শুটিংয়ের জন্যই ওই ছবি তোলা হয়েছে, তা দেখলেই আন্দাজ করা যায়। কোন সিনেমার শুটিং? ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে এই ছবির মাধ্যমেই প্রথম বার জুটি হিসেবে কাজ করতে চলেছেন সারা ও ভিকি। ছবিতে তাঁদের লুক ইতিমধ্যেই ফাঁস। লুক দেখে ভক্তমহলেও বেড়েছে উত্তেজনা। স্টারদের ডিগ্ল্যাম লুক নিয়ে নেটিজেনের উৎসাহ চিরকালীন। এ ক্ষেত্রেও খেলাপ হয়নি। বিয়ের দিন কয়েকের মধ্যেই কাজে ফিরেছেন ভিকি। কাজে ফিরেছেন স্ত্রী ক্যাটরিনাও। গত ৯ ডিসেম্বর রাজস্থানের প্রাসাদে বসেছিল তাঁদের বিয়ের আসর। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।

তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাঁদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন তাঁদের ভাই বিয়ে করছেন না। অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের নিয়ে নিয়েও নেটিজেনদের উৎসাহ থাকলেও ভিক্যাটের বেলায় যেন উৎসাহ হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এই লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এই হাই প্রোফাইল বিয়ের।