এবার ‘গেম অফ থ্রোনস’-এর অভিনেতারা দেখা করবেন ভক্তদের সঙ্গে; জানুন কবে ও কোথায়?
কাল্পনিক সিরিজটির প্রথম সিজন প্রিমিয়ার হয় ২০১১ সালে। শেষ হয় ২০১৯-এ। ইউনাইটেড কিংডম, কানাডা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, মাতলা, মোরোক্কো ও স্পেনে শুটিং হয়েছিল 'গেম অফ থ্রোনস'-এর।
দু’বছর হয়ে গিয়েছে। জনপ্রিয় শো ‘গেম অফ থ্রোনস’-এর শেষ এপিসোড দেখানোর দু’বছর হয়ে গিয়েছে। কিন্তু এত দিন পরেও শোয়ের জনপ্রিয়তা এক চুলও কমেনি। এখনও ফ্যানদের মধ্যে তুমুল উত্তেজনা দেখা যায়। আর সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে আরও অনেক দর্শকের মধ্যে। দিনদিন বাড়ছে ‘গেম অফ থ্রোনস’-এর ফ্যানবেস। সারাবিশ্বের ভক্তদের ভালবাসা পেয়েছে এই সিরিজ। এবার নির্মাতাদের মনে হয়েছে, সিরিজের ভক্তদের জন্য কিছু কথা দরকার।
২০২২ সালের ২০ ফেব্রুয়ারি। লাস ভেগাসে একটি সম্মেলন আয়োজন করার কথা ভাবছেন নির্মাতারা। তিনদিনের সম্মেলন। সেখানে উপস্থিত থাকবেন বিশেষ অতিথিরা। থাকবে প্যানেল আলোচনা সভা, কসপ্লে, প্রতিযোগিতা, ‘গেম অফ থ্রোনস’-এর তারকাদের কাছ থেকে দেখা, তাঁদের সঙ্গে ছবি তোলা ও অটোগ্রাফ নেওয়ার সুযোগও।
সম্মেলন নিয়ে এখন থেকেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করছেন ওয়ার্নার ব্রাদার্সের ভাইস প্রেসিডেন্ট পিটার ভ্যান রোডেন। বলেছেন, “সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছে এই সিরিজ। দুর্দান্ত এর ফ্যানবেস। আমাদের ভাল লাগছে ভেবে যে আমরা প্রথম সম্মেলন পালন করব। এমন সম্মেলন, যা ভক্তরা কোনওদিনও ভুলতে পারবেন না।”
অন্যতম আলোচিত সিরিজ ‘গেম অফ থ্রোনস’। প্রথম দিকের সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন দর্শক। কিন্তু সমালোচকদের মত, শেষের দিকে ট্র্যাক নাকি হারিয়ে ফেলেছিল এই সিরিজ। তা সত্ত্বেও জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। মোট আটটি সিজনে দেখা গিয়েছিল এই ‘গেম অফ থ্রোনস’।
কাল্পনিক সিরিজটির প্রথম সিজন প্রিমিয়ার হয় ২০১১ সালে। শেষ হয় ২০১৯-এ। ইউনাইটেড কিংডম, কানাডা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, মাতলা, মোরোক্কো ও স্পেনে শুটিং হয়েছিল ‘গেম অফ থ্রোনস’-এর।
আরও পড়ুন: “জিম করার সময় শরীরের উপর বেশি চাপ তৈরি করতে না সিদ্ধার্থ”, জানালেন তাঁর ট্রেনার
আরও পড়ুন: সিদ্ধার্থের মৃত্যুর পর ভিডিয়ো পোস্ট মাধুরীর স্বামী ডঃ নেনের; প্রশ্ন তুললেন