Most Popular Actor: দীপিকার পরই স্থান সুভিন্দরের, সর্বাধিক জনপ্রিয় তারকার তালিকায় পিছিয়ে শাহরুখ-সলমন
IMDb List: সিরিজে চরিত্রের নাম ছিল বলবীর। তাঁর ইনস্টাগ্রাফ ফলোয়ারের সংখ্যাও চরচরিয়ে বেড়ে গেল। যে সংখ্যা প্রাথমিকভাবে ছিল ১০০০ থেকে ১২০০, তা কয়েকদিনেই বেড়ে দাঁড়িয়েছে ৯০০০ ।

ভারতের বুকে সর্বাধিক জনপ্রিয় অভিনেতা কে? এই প্রশ্ন যদি করা হয়, সবার আগে যে যে নাম মাথায় এসে থাকে, তা হল শাহরুখ খান, সলমন খান কিংবা রণবীর সিং রণবীর কাপুর। তবে এবার যে তালিকা প্রকাশ্যে এল তা দেখে অনেকেই অবাক। প্রশ্ন করে বসতেই পারেন ইনি কে? সম্প্রতি মুক্তি পেল IMDB-র সেরার সেরা অভিনেতা অভিনেত্রীর তালিকা। যেখানে প্রথম স্থান দখল করে নিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে দ্বিতীয় স্থানে যে নামটি জায়গা করে নিল, তা হল সুবিন্দর ভিকি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নেটফ্লিক্সের সিরিজ় কোহরা।
যে ক্রাইম থ্রিলারে তাক লাগিয়েছেন অভিনেতা। সিরিজের এই জনপ্রিয়তাই রাতারাতি লাইম লাইটে এনে দিয়েছে অভিনেতা সুবিন্দরকে। একজন স্থানীয় পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। যেভাবে কোহরার জন্য তিনি রাতারাতি স্টার হয়ে উঠলেন, তা এক কথায় সকলকে তাক লাগায়। সিরিজে চরিত্রের নাম ছিল বলবীর। তাঁর ইনস্টাগ্রাফ ফলোয়ারের সংখ্যাও চরচরিয়ে বেড়ে গেল। যে সংখ্যা প্রাথমিকভাবে ছিল ১০০০ থেকে ১২০০, তা কয়েকদিনেই বেড়ে দাঁড়িয়েছে ৯০০০ ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুবিন্দরকে বলতে শোনা যায় একটা সময় ছিল যখন সকলেই তাঁকে উপদেশ দিতেন তিনি যেন ব্লুটিক কিনে নেন, কিন্তু তিনি এর বিরুদ্ধে ছিবেন। তাঁর কথায়, গত ৭ থেকে ১৯০ বছরে ফ্লিম ইন্ডাস্ট্রি আমায় যা দিয়েছে, তা আমার কাছে অনেক। তিনি দেখেছেন কীভাবে রাতারাতি স্টার হয়ে ওঠা যায়। সকলে যখন বারবার এই মর্মে উপদেশ দিয়েছিলেন, তখন সুবিন্দর বলেছিলেন, আমি কিনব না, আমি ফলোয়ার অর্জন করব। ংসুবিন্দর বরাবরই চেয়েছিলেন ছকভাঙা চরিত্রে অভিনয় করতে। একের পর একভাল কাজের প্রস্তাবও ছিল তাঁর ঝুলিতে। তবে কোহরা যেভাবে তাঁকে প্রচারের আলোতে এনেছে, তা অতীতে ঘটেনি। নেটফ্লিক্সে এখন রমরমিয়ে চলছে এই সিরিজ।





