Mouni Roy: টানা ৯ দিন হাসপাতালে, চ্যানেল করা হাত দেখিয়ে মৌনী জানালেন দুঃসংবাদ

Mouni Roy: অসুস্থ অভিনেত্রী মৌনী রায়। প্রায় ৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

Mouni Roy: টানা ৯ দিন হাসপাতালে, চ্যানেল করা হাত দেখিয়ে মৌনী জানালেন দুঃসংবাদ
মৌনী রায় অসুস্থ।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 7:43 PM

অসুস্থ অভিনেত্রী মৌনী রায়। প্রায় ৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্যালাইনের চ্যানেল করা হাতের ছবি শেয়ার করে মৌনী জানিয়েছেন, আপাতত তিনি বাড়ি ফিরে গেলেও খুব ধীর গতিতে সুস্থ হচ্ছেন তিনি। পোস্টে মৌনী লেখেন, “৯ দিন টানা হাসপাতালে, বেশ বেকায়দায় পড়ে গিয়েছিলাম। সবাইকে জানাচ্ছি, আমি বাড়ি ফিরে এসেছি। খুব ধীর গতিতে সুস্থ হচ্ছি। কারণ, সবার আগে একটা সুস্থ জীবন ব্যস। সকল চিকিৎসক ও নার্সদের আমার ধন্যবাদ, যারা পাশে ছিলেন এই সময়ে যারা আমাকে আগলে রেখেছেন তাঁদের সবাইকে ভালবাসা পাঠালাম।”

শুধু কি তাই? এই কঠিন সময়ে যে তাঁর পাশে ছিলেন স্বামী সূরজ নাম্বিয়ার, সে কথা জানাতেও ভোলেননি মৌনী। স্বামীকে ট্যাগ করে তিনি লেখেন, “তোমার মতো কেউ নেই, আমার তোমার কাছে সারাজীবন ঋণী হয়ে রইলাম।” মৌনীর ঠিক কী হয়েছে, সে হদিশ পাওয়া না গেলেও তাঁকে ওই অবস্থায় দেখে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্যানেরা। কী করে এমন হল, সে প্রশ্নও করেছেন তাঁরা। তবে তিনি বাড়ি ফিরেছেন, আগের থেকে সুস্থ আছেন, ফ্যানেদের কাছে এটাই স্বস্তির। এই মুহূর্তে দিশা পাটানির সঙ্গে মৌনীর বেজায় সখ্য। দিশাও কমেন্ট করেছেন তাঁর ওই পোস্টে। লিখেছেনম “আমার মন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। আমি তোমাকে খুব ভালবাসি।” শুধু কি দিশা? টলিপাড়ার বন্ধুরাও দিয়েছেন ভালবাসার বার্তা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে দারুণ সম্পর্ক মৌনীর। তিনিও লিখেছেন, “লাভ ইউ”। প্রসঙ্গত, এই মুহূর্তে টেলিপাড়ার এক রিয়ালিটি শো’য়েও বিশেষ বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সেখান থেকেই গড়ে উঠেছে দু’জনের বন্ধুত্ব।

View this post on Instagram

A post shared by mon (@imouniroy)