আবার প্রিয়দর্শন-পরেশ রাওয়াল কেমিস্ট্রি! ওটিটিতে এবার হবে ‘হাঙ্গামা’

২০০৩ সালের এক কমিক কাল্ট ছবি ছিল ‘হাঙ্গামা’। ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় খান্না, আফতাব, পরেশ রাওয়াল এবং রিমি সেন।

আবার প্রিয়দর্শন-পরেশ রাওয়াল কেমিস্ট্রি! ওটিটিতে এবার হবে ‘হাঙ্গামা’
‘হাঙ্গামা-২’
Follow Us:
| Updated on: Jun 30, 2021 | 3:56 PM

ঠিক ছিল চলতি বছর ফেব্রুয়ারি মাসে অপেক্ষারত ছবি ‘হাঙ্গামা-২’ সিনেমাহলে রিলিজ করবে। ছবির প্রযোজক রতন জৈন খবরটি ঘোষণা করেন। কিন্তু তা আর শেষমেশ হয়নি। এরপর কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে সিনেমাহল বন্ধ হয়ে গেল। এবং তারপর থেকে সরাসরি ডিজিট্যাল রিলিজের প্রচেষ্টা চালাচ্ছেন প্রযোজক।

আরও পড়ুন বনসালীর ছবিতে মাধুরী ‘ম্যাজিক’! ‘চন্দ্রমুখী’র পায়ের ছন্দে আবার মাতবে দর্শক?

কিছুদিন আগে সইফ আলি খান, অর্জুন কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং ইয়ামি গৌতম অভিনীত ‘ভুত পুলিশ’ ছবিটিও সিনেমাহলে রিলিজের ভাবনা থেকে সরে এসে সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করার সিদ্ধান্ত নেয়। এবং এখন শোনা যাচ্ছে কমেডি-ড্রামা ছবিটিও একই পথে হাঁটছে। প্রিয়দর্শন পরিচালিত এবং পরেশ রাওয়াল, শিল্পা শেট্টি, মীজান জাফরি, প্রণিতা সুভাষ অভিনীত ‘হাঙ্গামা-২’ সরাসরি প্রিমিয়ার হবে ডিজনি+হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে।

“শুটিং শেষ হয়ে গিয়েছে এবং নির্মাতারা স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে লাভজনক এক চুক্তিতে সাক্ষর করেছে। বিষয়গুলি মৌখিকভাবে লক হয়ে গিয়েছে এবং নির্মাতারা রতন জৈন, চেতন জৈন এবং গণেশ জৈন আর্থিক বিষয়গুলো নিয়ে কথাবার্তা চালাচ্ছেন, ” জানায় এক সূত্র।

২০০৩ সালের এক কমিক কাল্ট ছবি ছিল ‘হাঙ্গামা’। ছবিতে অভিনয় করেছিলেন, অক্ষয় খান্না, আফতাব, পরেশ রাওয়াল এবং রিমি সেন। তবে নতুন ছবি অর্থাৎ সিকায়েলে তারকারা বদলেছে, তবে এও শোনা যাচ্ছে অক্ষয় খান্না ছবিতে এক ক্যামিও চরিত্রে অভিনয় করতে চলেছেন।

কোভিডের কারণে দেশজুড়ে রয়েছে অনিশ্চয়তা এবং পরিস্থিতি কখন স্বাভাবিক হয়ে উঠবে তা কেউ নিশ্চিত করতে পারে না। সিনেমা দেখার অভ্যাস দর্শকদের জন্যও উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। তাই, প্রযোজকরা ওটিটি প্ল্যাটফর্মের উপরে ভরসা রাখতে শুরু করেছেন।