রেখার গান নিয়ে জোর চর্চা বলিউডে, কোথায় গাইলেন গান?

শুধু জনপ্রিয় অভিনেত্রীই নন। রেখার গানের ভূয়সী প্রশংসা করেছেন আরও অনেকে । হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘খুবসুরত’ এবং বিনোদ পান্ডের ‘এক নয়া রিশতা’ গানের শিল্পী লতা মঙ্গেশকরের বড় ফ্যান রেখা।

রেখার গান নিয়ে জোর চর্চা বলিউডে, কোথায় গাইলেন গান?
রেখা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2021 | 7:37 PM

সাতের দশকের নায়িকার রূপে-গুনে মুগ্ধ আপামর দর্শক। আজও তাঁকে স্ক্রিনে দেখলে বারবার ‘দিল জিজ কেয়া হ্যাঁয় আপ মেরি জান লিজিয়ে’। কিন্তু বহু বছর ধরে ‘গ্ল্যামার কুইন’ রেখা নেই বড় পর্দায়। তবে শোনা যাচ্ছে এখনও তিনি নিজের ভিতরে রেখা সামলে রেখেছেন তাঁর প্যাশন—সঙ্গীত। গোটা বলিউড ইন্ডাস্ট্রি তাঁর কণ্ঠের গুনগ্রাহী। বলিউডে কান পাতলে যা শোনা যাচ্ছে তা হল বলিউডের তারকাদের ফোন করে গান শোনাচ্ছেন তিনি!

 

 

আরও পড়ুন আগামীকাল ‘ছাপ্পান্ন’তে আমির! কীভাবে করবেন বার্থডে সেলিব্রেশন?

 

 

এক অভিনেত্রীর কথায়, “সঙ্গীতে তিনি দারুণ” তিনি আরও বলেন, “আমি ভীষণ অবাক হয়েছিলাম যখন উনি আমায় কল  করলেন। যখনই ওঁর সঙ্গে দেখা হত উষ্ণতা অনুভব করতাম। তবে, তবে আমরা খুব কমই দেখা করতাম, মূলত অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতেই দেখা হত এবং যেহেতু এখন অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো প্রায় বন্ধই হয়ে গিয়েছে, তাই বহুদিন আর দেখা হয়নি। তা-ই রেখাজির থেকে কলটি আমায় অবাক করেছিল, আরও সম্মানজনক ছিল যখন তিনি এত সুন্দরভাবে গোটা গানটি গাইলেন।”

 

 

View this post on Instagram

 

A post shared by Bhanurekha (@rekha_the_actress)

 

শুধু জনপ্রিয় অভিনেত্রীই নন। রেখার গানের ভূয়সী প্রশংসা করেছেন আরও অনেকে । হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘খুবসুরত’ এবং বিনোদ পান্ডের ‘এক নয়া রিশতা’ গানের শিল্পী লতা মঙ্গেশকরের বড় ফ্যান রেখা।

বেশ কিছু বছর আগে এক সাক্ষাৎকারে রেখা বলেন, “সম্ভবত ২- ৩ বছর বয়স থেকে লতাজির সঙ্গে আমার ঘনিষ্টতা রয়েছে। আমার ঘুমের মধ্যে ওঁর গান শুনেছি। আর সেই ঘুম ভাঙার কী উপায়!  ‘মধুমতী’ ছবিতে ‘আজা রে পরদেশী গাইছেন। আমার মা এই গানটি ফুল ভলিউমে শুনতেন। আমি দোলনায় লাফিয়ে নাচ শুরু করতাম।”