‘আমি ভাল নেই’, অকপট স্বীকারোক্তি সুদীপার
সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালক তথা প্রযোজক। অর্থাৎ পারিবারিক ভাবে তাঁরা সিনেমা ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি জানালেন, সিনেমার সঙ্গে যুক্ত বহু মানুষ আজও লকডাউনের কুপ্রভাব থেকে বেরতে পারেননি। আর্থিক ভাবে এখনও তাঁরা তুমুল ক্ষতি সামলে উঠতে পারেননি।
সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। টেলিভিশনের জনপ্রিয় রান্নার শো ‘রান্নাঘর’-এর সৌজন্যে তিনি দর্শকের ঘরে ঘরে পরিচিত। ঠিক যেন পাশের বাড়ির মেয়ে। এ হেন সুদীপার মন খারাপ। কাজের ফাঁকেও মন ভাল নেই তাঁর। সোশ্যাল মিডিয়ায় সেই খারাপ লাগা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সুদীপা।
নিজের একটি ছবি শেয়ার করে সুদীপা লিখেছেন, ‘যখন কিছু ছেড়ে যাওয়ার কথা মনে হবে, তখন ভাবতে চেষ্টা করবেন কেন কাজটা শুরু করেছিলেন। সময় দিন। খারাপ সময় ভাল সময়ের বার্তা বাহক।’
ঠিক কী হয়েছে সুদীপার? কেন তাঁর এত মন খারাপ? TV9 বাংলার তরফে সুদীপার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আসলে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কেউ বলতে পারবে না ভাল আছি। আমি তো সব সময় নিজের কথা বলি, নিজের উদাহরণ দিয়েই দর্শকের সঙ্গে আলাপচারিতা বজায় রাখি। মানুষ বিশ্বাসও করেন। সে কারণেই লিখলাম, আমিও খারাপ আছি।”
View this post on Instagram
সুদীপার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালক তথা প্রযোজক। অর্থাৎ পারিবারিক ভাবে তাঁরা সিনেমা ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি জানালেন, সিনেমার সঙ্গে যুক্ত বহু মানুষ আজও লকডাউনের কুপ্রভাব থেকে বেরতে পারেননি। আর্থিক ভাবে এখনও তাঁরা তুমুল ক্ষতি সামলে উঠতে পারেননি। আর সে সব দেখেই আরও মন খারাপ হয়ে যাচ্ছে তাঁর।
সুদীপার কথায়, “আর্টিস্টরা তো দিন আনি দিন খাই। শুটিংয়ে না গেলে তো টাকা পাব না। এটা বলেও লকডাউনের মধ্যে ট্রোলড হয়েছি। কিন্তু এটাই তো সত্যি। আর্টিস্টদের মেনটনে করতে হবে। শুটিংয়ে অনেক রকমের লোক আসেন তো, সত্যিই কেউ ভাল নেই। তাই মনে হল, লিখলাম।”
আরও পড়ুন, শাশুড়ি মায়ের হাতে সাধ ভক্ষণ, ছবি শেয়ার করলেন মধুবনী
সুদীপার ছেলে ছোট্ট আদিদেব বাধ্য হয়ে বাড়ি বন্দি। করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি গোটা বিশ্ব, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই ছেলেকে বাড়ি থেকে বাইরে নিয়ে যেতে পারছেন না তিনি। আবার মাকে নিয়ে বেড়াতে যাওয়াও হচ্ছে না বহুদিন। সব মিলিয়ে সত্যিই ভাল নেই তিনি। আপ্রাণ চেষ্টা করছেন ভাল থাকার।