হোটেলের ঘর থেকে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ
কয়েক মাস আগে থেকেই হেমন্ত নামে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে ঘনিষ্ঠদের অনুমান।
চেন্নাইয়ের নাজারেতেপেট্টাইয়ের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হল তামিল অভিনেত্রী (Tamil TV actress) ভি জে চিত্রার (VJ Chitra) ঝুলন্ত দেহ। হোটেলের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় চিত্রার দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা বলে মনে করছে চেন্নাই পুলিশ। চিত্রার বয়স হয়েছিল ২৮ বছর।
সূত্রের খবর, ইভিপি ফিল্ম সিটিতে শুটিং শেষ করে মঙ্গলবার রাত আড়াইটের পর হোটেলে ফেরেন চিত্রা। তারপর শুটিং ইউনিটের কোনও সদস্যের সঙ্গে তাঁর আর কথা হয়নি। কয়েক মাস আগে থেকেই হেমন্ত নামে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে ঘনিষ্ঠদের অনুমান। কিছুদিন ধরে তাঁরা একসঙ্গে থাকতেনও।
আরও পড়ুন, ডোলান্ড নয়, আমাকে ডোনাল্ড বললেই আমি খুশি: জয়জিৎ
Tamil Nadu: TV actress VJ Chitra found dead at a hotel in the outskirts of Chennai, this morning. Police is ascertaining the cause of death. Her body recovered and sent for autopsy. Investigation underway.
— ANI (@ANI) December 9, 2020
চিত্রার অস্বাভাবিক মৃত্যুর পর হেমন্তকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি জেরায় দাবি করেছেন, গতকাল শুটিং থেকে ফিরে চিত্রা জানান, তিনি স্নান করবেন। কিন্তু বহুক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও দরজা না খোলায় হেমন্ত হোটেলের এক কর্মীকে ডেকে ডুপ্নিকেট চাবি দিয়ে ঘর খোলানোর ব্যবস্থা করেন। ঘর খুলে চিত্রার ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। আপাতত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
என்ன கேட்குற சாமிய? @chithuvj
We Believe It’s Fake But Truely U Go Very Very Soon.. We miss you @chithuvj akka. Life is just like a seconds… F**** 2020 may your soul rest in peace ?#ripchitra #ripchithuvj #mullai #pandianstores #vijaytelevision #vijaytv #chithuvj pic.twitter.com/Anu3lyinYt
— Janani (@arulnambi36) December 9, 2020
কেরিয়ার শুরু করেছিলেন সঞ্চালিকা হিসেবে। বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনা করার পর অভিনয় শুরু করেন চিত্রা। ধারাবাহিক ‘পান্ডিয়ান স্টোরস’-এ অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ পরিবার। শোকের ছায়া নেমে এসেছে অনুরাগী মহলেও। সোশ্যাল মিডিয়ার পোস্টে নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন অনেকে। চিত্রার অকালে চলে যাওয়া এখনও মেনে নিতে পারছেন না কেউই।
আরও পড়ুন, করিনাকে পিছনে ফেলে কোন বিষয়ে ফার্স্ট হলেন অনুষ্কা?