Big Boss 15: ফিরে এল সিদ্ধার্থ স্মৃতি, সলমনকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন শেহনাজ
বিগবস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা।
তাঁদের ভালবাসার সাক্ষী ছিলেন সলমন খান। ভাল-খারাপ সময় প্রত্যক্ষ করেছেন নিজের চোখে। একসঙ্গে গড়তে দেখেছেন সম্পর্ক। আজ সবই স্মৃতি। কিন্তু শেহনাজ গিলকে চোখ ঝাপসা হল ইন্ডাস্ট্রির অ্যাংরি ইয়ং ম্যানেরও। কেঁদে ফেললেন সলমন। শেহনাজও তখন প্রিয় ‘সলমন স্যর’ কে জড়িয়ে কেঁদে চলেছেন।
প্রয়াত সিদ্ধার্থ শুক্লা। চার মাস পারও হয়ে গিয়েছে। বিগবসের মধ্যে দিয়েই কাছাকাছি এসেছিলেন শেহনাজ-সিদ্ধার্থ। তাই বিগবস ১৫-র গ্র্যান্ড ফাইনালে প্রয়াত অভিনেতার প্রতি সম্মান জানাতে হাজির হয়েছিলেন শেহনাজ গিল, সিদ্ধার্থের প্রেমিকা, বন্ধু, অনুপ্রেরণা। সলমন খান শেহনাজের নাম ধরে ডাকতেই কেঁদে ফেলেন শেহনাজ। গলা কেঁপে যায় সলমনেরও। সলমনকে জড়িয়ে এক সময় ঝরঝর করে জল গড়িয়ে পড়তে থাকে তাঁর চোখ দিয়ে। টিসুতে তখন চোখ মুছছেন শেহনাজ। সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন শেহনাজকে। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের চোখ ভিজছে। প্রিয় অভিনেতার স্মৃতি শেহনাজের মাধ্যমেই আরও একবার হাতড়ে বেড়াচ্ছেন তাঁরা।
সিদ্ধার্থের শেষকৃত্যে সঙ্গী হয়েছিলেন শেহনাজ। গাড়ি থেকে নামতেই পাপারাৎজি ঘিরে ধরেছিল তাঁকে। দাদা শাহবাজের উপস্থিতিতে ক্রমে ভিড় ঢেলে এগিয়ে গিয়েছিলেন তিনি। শ্মশানে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ। পরেছিলেন সাদা-মাটা চুড়িদার। ক্লান্তি-কষ্টে মাথা এলিয়ে দিয়েছিলেন গাড়ির সিটে। সব সময় হাসিখুশি মেয়েটির এমন অবস্থা সেই প্রথম দেখেছিলেন নেটিজেন। তিনি যে ভাল নেই সেকথা জানিয়েছিল তাঁর পরিবারও। গত ২ সেপ্টেম্বর ঘুমের মধ্যেই প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। চিকিৎসক জানিয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। এর পর কেটেছে বেশ কিছু মাস। শেহনাজও কাজের ফিরেছেন। তবু তাঁর অনুরাগীদের মতে চেনা ছন্দে নেই শেহনাজ। নেই আগের মতো গাল জুড়ে হাসি।
বিগবস ১৩তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। সিদ্ধার্থের মৃত্যুর পর বেশ কিছু সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সিডনাজের নাকি বাগদানও হয়েছিল। ২০২১-এই প্ল্যান ছিল বিয়ের। যদিও তা আর পূর্ণ হওয়ার নয়। সিদ্ধার্থ আছেন শেহনাজের ভালবাসায়, ভক্তদের স্মৃতিতে।
View this post on Instagram