Big Boss 15: প্রতীককে ‘তুলে আছাড়’! সলমনের রোষের মুখ করণ কুন্দ্রা

বিগবসের এই সিজনের হাতাহাতির প্রতিবাদ করে মুখ খুলেছিলেন হিনা খান। টুইটে হিনা লিখেছিলেন, “এই মারামারি কেমন উপভোগ করছেন আপনারা? মনে আছে এক সময় বিগবসে কারও গায়ে আঙুল স্পর্শ করাও বারণ ছিল বিগবসে আর এখন…!”

Big Boss 15: প্রতীককে 'তুলে আছাড়'! সলমনের রোষের মুখ করণ কুন্দ্রা
সলমনের রোষের মুখ করণ কুন্দ্রা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2021 | 7:59 AM

অন্যান্য বারের তুলনায় বিগবসের ১৫ তম সিজন প্রথম থেকেই খানিক আলাদা। কখনও প্রতীক সহজপাল-জয় ভানুসালী জড়াচ্ছেন হাতাহাতিতে আবার কখনও বা শমিতা শেট্টি ও আফসানা খানের মধ্যে ঝামেলা পৌঁছে যাচ্ছে ব্যক্তি আক্রমণে। মুখের ভাষা তো ঠেকছেই তলানিতে, একই সঙ্গে বাদ যাচ্ছে না মারামারিও। যা দেখে শুনে হতবাক বিগবস অনুরাগীদের একটা বড় অংশ।

সম্প্রতি এক টাস্কের সময় প্রতীক সহজপালের উপর চড়াও হয়েছিলেন শো’র অন্যতম প্রতিযোগী করন কুন্দ্রা। প্রতীক পাল্টা কিছু না বললেও করণ শুধু মুখের কথাতেই নয়, রীতিমতো গায়ে হাত দেন প্রতীকের, যা দৃষ্টি এড়ায়নি সঞ্চালক সলমনেরও। প্রকাশ্যেই সলমনের রোষের শিকার হন করণ।

সলমন প্রতীককে জিজ্ঞাসা করেন, “যখন করণ তোমায় তুলে মেঝেতে আছাড় মেরেছিল, তুমি রেগে যাওনি। তুমি কোনও প্রতিক্রিয়াও দাওনি। জয় ভানুশালী (শো’র অন্যতম প্রতিযোগী) যদি তোমার সঙ্গে ওই একই কাজ করত, তোমার প্রতিক্রিয়াও কি একই হতো?” উত্তরে প্রতীক সাফ জানান, “ভাই করণের জায়গায় জয় হলে এতক্ষণে আমি এমন কিছু করে বসতাম যে শো থেকে বের করে দেওয়া হত আমাকে।”

View this post on Instagram

A post shared by ColorsTV (@colorstv)

পাশাপাশি তিনি এও যোগ করেন, করণকে তিনি এমন এক জায়গায় রেখেছেন, করণ যখন এরকমটা করেন, তখন তিনি ক্রোধ, রাগ কিছুই অনুভব করেননি। তিনি কষ্ট পেয়েছিলেন।” এর পর সলমন করণকে জিজ্ঞাসা করেন, বিগবসের বাইরেও এমন ব্যবহার তিনি করেন কি না। উত্তরে করণও বেশ আবেগপ্রবণ হয়ে যান। প্রোমোতে দেখানো হয় তাঁর চোখে জল। তিনি প্রতীকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। প্রসঙ্গত, এক বেসরকার চ্যানেলের এক রিয়ালিটি শো’র মধ্যে দিয়েই শো-বিজ দুনিয়ায় এন্ট্রি হয়েছিল প্রতীকের। ওই শো’র সঞ্চালক ছিলেন করণ কুন্দ্রা।

বিগবসের এই সিজনের হাতাহাতির প্রতিবাদ করে মুখ খুলেছিলেন হিনা খান। টুইটে হিনা লিখেছিলেন, “এই মারামারি কেমন উপভোগ করছেন আপনারা? মনে আছে এক সময় বিগবসে কারও গায়ে আঙুল স্পর্শ করাও বারণ ছিল বিগবসে আর এখন…!” এখানেই থামেননি হিনা। তিনি যোগ করেন, “বিগবস কী হয়ে গিয়েছে এখন? বিগি-বু! আমি সাধারণত বিগবস নিয়ে পোস্ট করিনা কিন্তু বাধ্য হলাম।”

অপর একটি টুইটে হিনা আরও লেখেন, “বিগবস আপনাকে সম্মান দিয়েই বলছি, আপনি কি বিশ্বসুন্দরট্রির প্রেমে পড়ে গিয়েছেন? চোখ খুলুন। বিগবসের প্রথম শর্ত ছিল বাড়ির ভিতর কাউকে ছোঁয়া পর্যন্ত যাবে না। কিন্তু এখন মনে হচ্ছে তা আর লাগু হচ্ছে না।” প্রসঙ্গত, বিগবসে এবারে থিম জঙ্গল। সেই জঙ্গলেই রয়েছে এক ‘মায়াবী’ গাছ। নির্মাতা গাছের নাম দিয়েছে বিশ্বসুন্দরট্রি। ওই গাছের ভয়েস ওভার আবার করেছেন রেখা। হিনার কটাক্ষ সেই বিশ্বসুন্দরট্রি’র প্রেমে বুঁদ হয়েই কার্যত অন্ধ হয়ে গিয়েছে বিগবস।

তবে এ সব সত্ত্বেও জমে উঠেছে বিগবসের সিজন। একদিকে শুরু হচ্ছে নতুন প্রেমকাহিনী আবার অন্যদিকে রোজকার লড়াই চড়চড় করে বাড়িয়ে দিচ্ছে টিআরপি।

আরও পড়ুন-Kriti Sanon: এ বার থেকে অমিতাভ বচ্চনের বাড়িতেই থাকবেন কৃতী শ্যানন

আরও পড়ুন- Desher Mati: এক একটা দৃশ্য শেষ হতে না হতেই ফ্লোরে কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে: শ্রুতি দাস