Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তিক্ত অভিজ্ঞতা’, ইনস্টাগ্রামে বেশ কিছুজনকে আনফলো করলেন নেহা কক্কর

মাস খানেক আগেই মাইলস্টোন ছুঁয়েছেন নেহা কক্কর। ইনস্টাগ্রামে ৬০ মিলিয়ন ফলোয়ারের গণ্ডী ছাড়িয়েছেন তিনি, যা তাঁকে করে তুলেছেন ভারতের হায়েস্ট ফলোড মিউজিশিয়ান।

'তিক্ত অভিজ্ঞতা', ইনস্টাগ্রামে বেশ কিছুজনকে আনফলো করলেন নেহা কক্কর
নেহা কক্কর
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2021 | 5:58 PM

ইনস্টাগ্রামে বেশ কিছু ব্যক্তিগকে সরাসরি আনফলো করলেন গায়িকা নেহা কক্কর। সোশ্যাল বিবৃতি দিয়ে সে কথা জানালেন নেহা। কারণ, হিসেবে জানালেন পূর্বের বেশ কিছু খারাপ অভিজ্ঞতা। সূত্রের খবর, নেহার বাতিল করা সেই তালিকায় নাম রয়েছে বেশ কিছু সেলেবেরও। ঠিক কী লিখেছেন নেহা?

‘সরি’ লিখে ওই বিবৃতি শুরু করেছেন গায়িকা। লিখেছেন, “সরি, অবশেষে ইনস্টাগ্রাম থেকে কিছু মানুষকে আনফলো করতে বাধ্য হচ্ছি। কারণ, অতীতে বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে।” নেহা যোগ করেন, “এবার থেকে তাঁদেরই অনুসরণ করব যাঁদের সঙ্গে আমার প্রায় রোজ দেখা হয় বা যাঁদের সগ্নে কাজ করে থাকি।” নেহার এই সিদ্ধান্তে যদি কারও খারাপ লেগে থাকে সে জন্য সরি-ও চেয়ে নিয়েছেন তিনি। জানিয়েছেন, ওই সব ব্যক্তিৎর প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই। নিজে সাবধানী হওয়ার জন্য তাঁর এরূপ সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের সবচেয়ে বেশি সংখ্যক ভক্ত দ্বারা অনুসরণ হওয়া নেহা। তবে ঠিক কে কে নেহার ওই তালিকাতে যুক্ত হয়েছে সে বিষয়ে বিশদে বলতে নারাজ তিনি।

নেহা কক্করের ইনস্টা স্টোরি।

মাস খানেক আগেই মাইলস্টোন ছুঁয়েছেন নেহা কক্কর। ইনস্টাগ্রামে ৬০ মিলিয়ন ফলোয়ারের গণ্ডী ছাড়িয়েছেন তিনি, যা তাঁকে করে তুলেছেন ভারতের হায়েস্ট ফলোড মিউজিশিয়ান। ভারতীয় তারকা হিসেবে নেহার স্থান যদিও তৃতীয়। দ্বিতীয় স্থানে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, তাঁর অনুরাগীর সংখ্যা ৬৬ মিলিয়ন অন্যদিকে প্রথম স্থানে রয়েছে বিরাট কোহালি, তাঁকে অনুসরন করেন ১৪০ কোটি মানুষ।

প্রসঙ্গত, এক রিয়ালিটি শো’র বিচারক হিসেবে অংশ নিয়েছিলেন নেহা। কিন্তু মাঝপথে সেই শো তিনি ছেড়েছেন। তাঁর বদলে বিচারকের জায়গা নিয়েছেন নেহার দিদি সোনু কক্কর। নেহা কেন হঠাৎ করে বিচারকের পদ ছাড়লেন তা নিয়ে জল্পনা চলছিলই। এরই মধ্যে দিন কয়েক আগে নেহা তাঁর স্বামী রোহনপ্রীতের সঙ্গে মুম্বইয়ের রাস্তায় পাপারাৎজির হাতে ক্যামেরাবন্দী হন। নেহা পরেছিলেন ঢিলাঢোলা জামা। সেই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ মনে করছেন নেহা বুঝি মা হতে চলেছেন। যদিও নেহা বাঁ তাঁর পরিবার এ নিয়ে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন– বিদ্যা-রসিকার সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় স্বস্তিকা, কে হবেন সেরা?